মর্মান্তিক! ২৯ বছরেই শেষ তরতাজা প্রাণ, জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে চরম সিদ্ধান্ত নিলেন বাবা-মা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগতে যেন শনির দৃষ্টি লেগে রয়েছে বিগত দু তিন বছর ধরে। একের পর এক মৃত্যুর (Death) খবর বারংবার স্তব্ধ করে দিচ্ছে আমজনতাকে। আত্মহত্যা, দুর্ঘটনার মতো শব্দের সঙ্গে এখন একরকম অভ্যস্ত হয়ে গিয়েছে সকলে। এবার ফের এল জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু সংবাদ। মাত্র ২৯ বছর বয়সে শেষ হয়ে গেল তরতাজা একটা প্রাণ। সিঁড়ি থেকে পড়ে হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে গেল অভিনেত্রী পার্ক সু রিউন (Park Soo Ryun) এর।

দক্ষিণ কোরীয় বিনোদন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পার্ক সু রিউন। গত ১১ জুন সিঁড়ি থেকে পড়ে গিয়ে প্রয়াত হন তিনি। বেশ কিছু সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন সু রিউন। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রীকে বাঁচানোর সমস্ত চেষ্টা করা হয়েছিল। কিন্তু লাভ হয়নি। হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

park soo ryun

পার্ক সু রিউন এর ‘ব্রেন ডেথ’ হয়েছে বলে জানান চিকিৎসকরা। কোরিয়ান সংবাদ মাধ্যম সূত্রে খবর, অভিনেত্রীর পরিবারের তরফে তাঁর মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়াত অভিনেত্রীর মা শোকের মধ্যেও জানান, সু রিউনের শুধুমাত্র ব্রেন ডেথ হয়েছে। তাঁর হৃৎপিন্ড এখনো ধুকপুক করছে।

তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গ দানের। কারোর হয়তো খুব প্রয়োজন রয়েছে একটা হৃৎপিন্ডের। তাঁরা এটা ভেবেই বাকি জীবনটা স্বস্তিতে থাকবেন যে তাঁদের মেয়ে কারোর মাধ্যমে জীবিত রয়েছেন। ১৩ জুন প্রয়াত অভিনেত্রীর স্মৃতিতে এক স্মরণসভার আয়োজন করা হয়েছিল।

গত ১২ জুন জেজু আইল্যান্ডে অনুষ্ঠান ছিল সু রিউনের। কিন্তু তার আগেই শেষ হয়ে গেল সবকিছু। প্রসঙ্গত, ২০১৮ সালে ‘মিউজিক্যাল ২ টেনর’ এর হাত ধরে ডেবিউ করেন পার্ক সু রিউন। দ্য ডেজ উই লাভড, ফাইন্ডিং মিস্টার ডেস্টিনির মতো একাধিক মিউজিক্যালে কাজ করেছেন তিনি। শেষবার তাঁকে ‘স্নোড্রপ’ ড্রামায় দেখা গিয়েছিল।

সম্পর্কিত খবর

X