অবসাদ থেকে যে কোনো মুহুর্তে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন, পোস্ট করে জানালেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্কঃ ফিল্ম দুনিয়ার উজ্জ্বল আলোর পিছনে যে কতখানি অন্ধকার তা সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুতে জেনে গিয়েছে গোটা দেশ৷ অভিনেতার মৃত্যুর পর থেকেই অনেক অভিনেতা অভিনেত্রী তাদের জীবনে থাকা না না অবসাদ ও অন্যায় নিয়ে মুখ খুলেছেন। এবার অবসাদের কারনে আত্মহত্যা করবার সম্ভাবনার কথা জানালেন অভিনেত্রী রানি চট্টোপাধ্যায় (rani Chattopadhyay) ।

PicsArt 07 03 04.14.14

নিজের পোস্টে জানিয়েছেন, গত কয়েক বছর ধরে কোনো এক ব্যক্তি ইনস্টাগ্রামে তাকে কুরুচিপূর্ণ আক্রমণ করে চলেছেন। তাকে বার বার মোটা ও বুড়ি বলেও আঘাত করা হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B2tU-b9A2m0/?igshid=z1gl4lxxhl2l

সাইবার সেলে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ভোজপুরী অভিনেত্রীর। মুম্বাই পুলিশকে ট্যাগ করে অভিনেত্রী পূজা চট্টোপাধ্যায় আত্মহত্যার হুমকি দেন এদিন। তিনি বলেন এই রকম আক্রমণ চলতে থাকলে তিনি যে কোনো দিন আত্মহন্তা হতে পারেন। এবং তার জন্য দায়ী থাকবেন ধনঞ্জয় নামের ঐ ব্যক্তি।

https://www.instagram.com/p/BzgSpZiA0vw/?igshid=u0s3xmmcsvhc

প্রসঙ্গত, ১৪ জুন রবিবার, নিজের বান্দ্রার বাড়িতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বাড়ির পরিচারক প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ৩৪ বছর অভিনেতা। কিন্তু এই তত্ত্ব মানতে চাননা দেশবাসী। তাদের অভিযোগ সুশান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠেছে দেশজুড়ে। প্রতিদিনই পুলিশি জেরায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য৷

https://www.instagram.com/p/CCEE4C7ggk8/?igshid=4z92b16jo3nv

 

সম্পর্কিত খবর