কাটা ঘায়ে নুনের ছিটা লাগল চীনের, মোদী পুতিনের বন্ধুত্বে বিপদে জিনপিং

বাংলাহান্ট ডেস্কঃ রাশিয়ার (Russian) রাষ্ট্রপতি নির্বাচনে ফের সাফল্য লাভ করেলন ভ্লাদামির পুতিন (Vladimir Putin)। আগামী ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার প্রধান হিসাবে তিনিই থাকবেন। পুতিনের এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

পুতিনকে ফোন মোদীর
শুভেচ্ছা বার্তা বিনিময়ের  মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২৪ শে জুন মস্কোতে হওয়া সেনার কুচকাওয়াজে ভারতীয় সেনার অংশগ্রহণের বিষয়েও আলোচনা করেন। এই ঘটনার মাধ্যমে দুই দেশের নাগরিকদের মধ্যেকার বন্ধুত্বের বিকাশ ঘটবে বলেও মনে করলেন তারা। এছাড়া বর্তমান করোনা সংকট থেকে মুক্তির উপায় নিয়েও আলোচনা করেন দুজনে।

modi 101

সম্পর্ক গভীর হওয়ার আশ্বাস
চলতি বছররে শেষের দিকে বার্ষিক দ্বিপাক্ষিক আলোচনা সভার আয়োজন করা হবে। ভারতে অনুষ্ঠিত হতে চলে এই সভায় রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী মোদী। নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যেকার সম্পর্ককে আরও মজবুত করার বিষয়েও তারা আলোচনা করেন।

চাপে রয়েছে জিনপিং
একদিকে করোনা ভাইরাস এবং অন্যদিকে ভারত চীনের মধ্যেকার বাড়তে থাকা বিরোধে মধ্যে চীনের বন্ধু রাশিয়ার সাথে ভারতের এই বন্ধুত্বে সংকটে রয়েছে চীন সরকার। মে মাসের শুরুতেই ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই সময় চীনের বন্ধু দেশ রাশিয়া ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় এবং মজবুত করতে উৎসাহী হচ্ছে।

Xi Jinping sad

নরেন্দ্র মোদী এবং পুতিনের মধ্যেকার এই সম্পর্কের জেরে জিনপিং-র কপালে চিন্তার ভাঁজ। কারণ, চীন সরকার রাশিয়ার থেকে ভারতে অস্ত্র রপ্তানিতে বাঁধা দিয়েছিলেন। কিন্তু চীন সরকারের বাঁধা অগ্রাহ্য করে ভারত এবং রাশিয়ার মধ্যে ক্রমাগত সেনা বিষয়ক আলোচনা হয়েই চলেছে। সেই সঙ্গে রাশিয়া থেকে শক্তিশালী অস্ত্র কেনার সম্মতিও রয়েছে ভারতের কাছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর