বাংলা হান্ট ডেস্ক: বছর শেষ হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নিলেন গৌতম আদানি। শুধু তাই নয়, তিনি দীর্ঘ ২৫ বছরের পুরনো সম্পর্ক ভেঙে ফেলার সিদ্ধান্তও নিয়েছেন। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি! আসলে, আদানি গ্রুপের (Adani Group) ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ, আদানি উইলমার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য যে, আদানি গ্রুপ FMCG কোম্পানি আদানি উইলমার থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেয়েছে। আর এই কারণেই তারা ২৫ বছরের পুরনো সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। আদানি স্পষ্ট করেছেন যে, তিনি এখন আটা, তেল, ডাল এবং চালের মতো গ্রসারি জিনিস বিক্রি করবেন না। কিন্তু প্রশ্ন হল, কেন এমন সিদ্ধান্ত নিলেন আদানি?
কি সিদ্ধান্ত নিয়েছে আদানি গ্রুপ (Adani Group):
আদানি উইলমারে পুরো অংশ বিক্রি করা হবে: আদানি গ্রুপ (Adani Group) গত সোমবার আদানি উইলমার লিমিটেডের সম্পূর্ণ ৪৪ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই শেয়ার দু’টি ভাগে বিক্রি করা হবে। প্রথমত, এটি পাবলিক শেয়ারহোল্ডিং নিয়ম পূরণের জন্য ১৩ শতাংশ শেয়ার বিক্রি করবে। তারপর সিঙ্গাপুরের উইলমার গ্রুপ অবশিষ্ট ৩১ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। এদিকে, এই খবর সামনে আসতেই আদানি উইলমারের শেয়ার প্রভাবিত হয়েছে।
কত টাকা পাবে আদানি গ্রুপ: জানিয়ে রাখি যে, আদানি গ্রুপ (Adani Group) এই চুক্তি থেকে প্রায় ২ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৭,০০০ কোটি টাকা পাবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, আদানি উইলমার হল ভারতের একটি অন্যতম বৃহৎ FMCG কোম্পানি। যা আদানি গ্রুপ এবং সিঙ্গাপুর-ভিত্তিক উইলমার ইন্টারন্যাশনালের মধ্যে যৌথ উদ্যোগ হিসেবে কাজ করে। কিন্তু আদানি এই কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার পরে, এই কোম্পানিতে উইলমার গ্রুপের অংশীদারিত্ব ৭৫ শতাংশ হয়ে যাবে। আদানি গ্রুপ এবং সিঙ্গাপুরের কোম্পানি উইলমার ১৯৯৯ সালে এই যৌথ উদ্যোগের ভিত্তি স্থাপন করেছিল।
আরও পড়ুন: LAC থেকে LOC পর্যন্ত থাকবে নজর! ভারতীয় সেনা এবার মোতায়েন করল SMV, চমকে দেবে বিশেষত্ব
আদানি এত টাকা দিয়ে কি করবে: এদিকে, আদানি গ্রুপ (Adani Group) এই চুক্তি থেকে প্রাপ্ত ২ বিলিয়ন ডলার ব্যবহার করবে তার মূল ব্যবসা সম্প্রসারণের জন্য। আদানি জ্বালানি, ইউটিলিটি, পরিবহণ এবং লজিস্টিকসের মতো কোম্পানিগুলিতে বিনিয়োগ করতে চায়। আদানি এন্টারপ্রাইজ আদানি উইলমারে তার সম্পূর্ণ অংশীদারিত্ব বিক্রি করে প্রাপ্ত অর্থ মূল পরিকাঠামোতে বিনিয়োগ করার ক্ষেত্রে ব্যবহার করবে।
আরও পড়ুন: শারীরিক অবস্থার উন্নতি হতেই হাসপাতালে “বিশেষ গানে” নাচ জুড়লেন কাম্বলি, প্রশংসায় পঞ্চমুখ নেটিজনরা
কোম্পানিটি কত বড়: প্রায় প্রতিটি ঘরে ব্যবহৃত ফরচুন নামের তেল সহ রিফাইন, আটা, চাল আদানি উইলমারের যৌথ উদ্যোগের পণ্য। আদানি উইলমার হল ১০০ শতাংশ শহুরে কভারেজ সহ একটি নেতৃস্থানীয় কনজিউমার সংস্থা। ভারতের ৩০,৬০০ টিরও বেশি মফস্বলে এর উপস্থিতি রয়েছে। পাশাপাশি, ৩০ টিরও বেশি দেশে এই পণ্য রফতানি করা হয়। ২০২২ সালে, আদানি উইলমার তার IPO লঞ্চ করে ফান্ড সংগ্রহ করেছিল। যা সংস্থার উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্য উৎপাদন বাড়াতে ব্যবহার করা হয়েছিল।