আদানি গ্রুপের কাছে বিক্রি হচ্ছে NDTV, প্রায় ৫০০ কোটি টাকায় হল চুক্তি

বাংলাহান্ট ডেস্ক : গৌতম আদানি (Gautam Adani) গ্রুপের কোম্পানি এএমজি মিডিয়া নেটওয়ার্ক লিমিটেড মিডিয়া হাউস এনডিটিভিতে অংশীদারিত্ব কেনার ঘোষণা করেছে। আদানি গ্রুপ এনডিটিভি অর্থাৎ নিউ দিল্লি টেলিভিশন লিমিটেডের 29.18% অংশীদারিত্ব অধিগ্রহণ করবে। সূত্রের খবর এনডিটিভি প্রতি শেয়ার পিছু 294 টাকার প্রস্তাব দিয়েছে।

এইভাবে, এনডিটিভিতে আদানি গোষ্ঠীর মোট অংশীদারিত্ব 55 শতাংশের বেশি হবে। এর ফলে এই মিডিয়া সংস্থার প্রধান স্টেকহোল্ডার হয়ে উঠবে আদানি। চুক্তিটি প্রায় 495 কোটি টাকার হবে বলে আশা করা হচ্ছে। এদিকে, মঙ্গলবার এনডিটিভির শেয়ার 5% বেড়ে 376.55 টাকায় ক্লোজ হয়েছে।

এএমজি মিডিয়া নেটওয়ার্ক লিমিটেডের সিইও এবং সিনিয়র সাংবাদিক সঞ্জয় পুগলিয়া একটি বিবৃতিতে বলেছেন, “এই অধিগ্রহণ মিডিয়া শিল্পের বৃদ্ধির জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। আমরা ভারতীয় নাগরিকরা যারা ভারতের খবরে আগ্রহী তাদের জন্য এনডিটিভি সেই দৃষ্টিভঙ্গি পূরণের জন্য সবচেয়ে উপযুক্ত সম্প্রচার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা সংবাদ বিতরণে এনডিটিভির নেতৃত্বকে শক্তিশালী করার জন্য উন্মুখ।”

অন্যদিকে আদানী গ্রুপ এই বিষয় সম্পর্কে একটি নোটিস প্রকাশ করেছেন। সেখানে এনডিটিভি টিভির প্রভূত প্রশংসা করা হয়েছে আদানি গ্রুপের পক্ষ থেকে। NDTV 24X7, NDTV India এবং India Profit এই তিনটি জাতীয় নিউজ চ্যানেল এনডিটিভি এর মালিকানাধীন।এছাড়াও এনডিটিভি সোশ্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয়। প্রত্যক্ষভাবে আদানি গ্রুপের সাথে এনডিটিভি যুক্ত হলে যে আখেরে আদনিদেরই লাভ তা বলাই যায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর