বাংলা হান্ট ডেস্ক : আদানি গ্রুপ (Adani Group) নিয়ে বড় খবর। সূত্রের খবর, গৌতম আদানির (Gautam Adani) মালিকানাধীন আদানি গ্রুপ এবার আদানি উইলমার লিমিটেডের (Wilmar Limited) হাত ছেড়ে দিতে যাচ্ছে। ইতিমধ্যেই একাধিক খ্যাতনামা কোম্পানির সঙ্গে এই বিষয়ে আলোচনাও নাকি হয়ে গেছে। আগামী এক মাসের মধ্যেই চুক্তিও সম্পন্ন হতে চলেছে বলে খবর। খবর শুনে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদেরও।
উল্লেখ্য, আদানি গ্রুপ এবার আদানি উইলমার লিমিটেডে থাকা ৪৩.৯৭ শতাংশ অংশীদারিত্বের পুরোটাই বিক্রি করে দেওয়ার কথা চিন্তাভাবনা করে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয়দের একটা বড় অংশ আদানি উইলমারের উপর নির্ভরশীল। কারন ফরচুন ব্র্যান্ড নামে ভোজ্য তেল এবং প্যাকেটজাত মুদি সামগ্রী বিক্রি করে এই আদানি উইলমারই। জানা যাচ্ছে, 2.5 থেকে 3 বিলিয়ন ডলারের পরিবর্তে এই অংশটি বিক্রি করে দিতে চাইছে।
পাশাপাশি খবর, এই কোম্পানিতে আদানির 43.97 শতাংশ শেয়ারের পাশাপাশি পাবলিক শেয়ারহোল্ডিং 12.06 শতাংশ। এমতাবস্থায় বিনিয়োগকারীরাও বেশ চিন্তায় পড়েছে। যদিও আদানি গ্রুপের তরফ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি এখনও আসেনি। তবে কানাঘুষা খবর, উইলমার লিমিটেডের সঙ্গে গাঁটছড়ার বন্ধন ছিন্ন করার পর অন্য ব্যবসায় মন দেবে সংস্থাটি।
আরও পড়ুন : মমতা সাজার জের! ‘ডাকাত রানী’ প্ল্যাকার্ড দেখে গোঁসা পুলিশের, গ্রেফতার BJP কর্মী
প্রসঙ্গত উল্লেখ্য, খবর সামনে আসার পর থেকেই সবার মাথায় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হল, কেন আদানি তার শেয়ার বিক্রি করতে চাইছে? সূত্রের খবর, আদানি গ্রুপ নাকি এবার অন্য কোনো ব্যবসায় মন দিতে চাইছে। পাশাপাশি তাদের পরিকাঠামোর উপরও মনোনিবেশ করতে চাইছে। আদানি উইলমার লিমিটেডের এই শেয়ার বিক্রি করে সেইসব কাজে বিনিয়োগ করতে পারে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন : চিনের অর্থনীতিতে বড় ঝটকা! iPhone নিয়ে বড় সিদ্ধান্ত নিল Apple, লটারি লাগল ভারতের
বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, পরপর দুবার বড় ক্ষতির সামনা করার পরই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সেপ্টেম্বর ত্রৈমাসিকে আদানি উইলমার 130.73 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। যদিও তার আগের বছর প্রায় 48.76 কোটি টাকা লাভের মুখ দেখেছিল। এমতাবস্থায় আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় বেশ সমস্যায় পড়তে হয়েছে ভোজ্যতেল উৎপাদনকারী আদানি উইলমারকে। এই ঘটনার পর উইলমারের শেয়ারেও ধস নেমেছে। যার ফলে সমস্যায় পড়েছে বিনিয়োগকারীরাও।