৬০০০ কোটি টাকার বিনিয়োগ! দুঃসময়ে “পুরোনো বন্ধু”-কে পাশে পেলেন আদানি

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) নেতৃত্বাধীন আদানি গ্রুপ (Adani Group) শীঘ্রই এবার প্রায় ৬,০০০ কোটি টাকার বিনিয়োগ পেতে পারে। মূলত, ফরাসি কোম্পানি TotalEnergies আবারও আদানি গ্রুপে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুসারে, TotalEnergies আদানি গ্রিন এনার্জি লিমিটেডের রিনিউয়েবল এনার্জির প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল জানুয়ারিতে হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) রিপোর্ট সামনে আসার পর আদানি গ্রুপ এবং ফরাসি কোম্পানির মধ্যে এটিই হবে প্রথম বড় চুক্তি।

এদিকে, গত বছর ফরাসি সংস্থাটি আদানি গ্রুপের গ্রিন এনার্জির বিজনেস কোম্পানি ANIL-এ বিনিয়োগের ঘোষণা করেছিল। কিন্তু হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের কারণে এই বিনিয়োগ বন্ধ হয়ে যায়। উল্লেখ্য যে, ওই রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়। যদিও, গ্রুপটি ওই অভিযোগগুলি প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি, ওই নেতিবাচক রিপোর্টের কারণে আদানি গ্রুপের শেয়ারেও ব্যাপক পতন ঘটে। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি অনেকটাই সামাল দিয়েছে আদানি গ্রূপ।

Adani's old friend will invest Rs 6,000 crore in the company

সূত্রের মতে, TotalEnergies তার ক্লিন এনার্জি পোর্টফোলিও বাড়াতে চায়। এর জন্যই তারা আদানি গ্রিন প্রকল্পে বিনিয়োগ করতে পারে। ওই ফরাসি কোম্পানি আদানি গ্রুপে প্রায় ৭০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৫৮,১৪,১৩,৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে। তবে, এই বিষয়ে এখনও আলোচনা চলছে বলে সূত্র জানিয়েছে। পাশাপাশি, আদানি গ্রুপ এবং TotalEnergies-এর প্রতিনিধিরাও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে, যদি এই চুক্তিটি সম্পন্ন হয় সেক্ষেত্র এটি TotalEnergies-কে ভারতীয় বাজারে তার উপস্থিতি বাড়ানোর সুযোগ দেবে। পাশাপাশি, আদানি গ্রিনে ওই সংস্থার অংশীদারিত্বও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: কমবে চিনের দাদাগিরি! এবার এখানে আগ্নেয়গিরির নিচে মিলল “সাদা সোনা”-র ভান্ডার, রয়েছে এই ভয়ও

কেন বন্ধ ছিল বিনিয়োগ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৯ সালে, TotalEnergies ৬০০ মিলিয়ন ডলারে আদানি গ্যাস লিমিটেডের ৩৭.৪ শতাংশ শেয়ার কিনেছিল। পাশাপাশি, ২০২১ সালে কোম্পানিটি আদানি গ্রিনের আরও ২০ শতাংশ শেয়ার কিনে নেয়। পাশাপাশি, তারা আদানি গ্রিনের কিছু সোলার ফার্মের ৫০ শতাংশ পর্যন্ত শেয়ার কিনেছিল। এই চুক্তিটি প্রায় ২.৫ বিলিয়ন ডলারে সম্পন্ন হয়। যা ভারতের বৃহত্তম বিদেশি বিনিয়োগগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: মিস করবেন না সুযোগ, এবার রিল তৈরি করেই মিলবে ১ লক্ষ টাকা! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

এদিকে, ২০২২ সালে আদানি গ্রিনে TotalEnergies-এর বিনিয়োগের মূল্য ১০ বিলিয়ন ডলারে পৌঁছে যায়। এছাড়াও, TotalEnergies এবং আদানি গ্রুপ গ্রিন হাইড্রোজেন সংক্রান্ত প্রকল্পে বড় বিনিয়োগ করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট গত জানুয়ারিতে সামনে আসার পর TotalEnergies তার পরিকল্পনা স্থগিত রাখে। উল্লেখ্য যে, আদানি গ্রুপ গ্রিন এনার্জি বিজনেস ৭০ বিলিয়ন ডলারের বিনিয়োগের পরিকল্পনা রেখেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর