বারবার চক্কর কাটতে হবে না অফিসের! এবার এইভাবে ৭ দিনেই তৈরি হবে পাসপোর্ট, বড় পদক্ষেপ সরকারের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয় পাসপোর্ট (Passport)। পাশাপাশি, বিদেশে যাওয়ার ক্ষেত্রেও পাসপোর্ট অত্যন্ত প্রয়োজনীয়। এমতাবস্থায়, যাঁরা পাসপোর্ট তৈরি করার কথা ভাবছেন তাঁদের জন্য একটি বড়সড় সুখবর সামনে এসেছে। কারণ, এখন এটি তৈরি করতে আর যেতে হবে না অফিসে।

ইতিমধ্যেই, ভারতের বিদেশ মন্ত্রকের তরফে পাসপোর্ট সেবা সার্ভিস এক্সিলেন্স ভ্যান শুরু করা হয়েছে। শুধু তাই নয়, এই পরিষেবার অধীনে, চণ্ডীগড়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্বাচন করে একটি পাইলট প্রকল্প হিসেবে এই পরিষেবা শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার চণ্ডীগড়ে শুরু হয়েছে এই পরিষেবা।

This time the passport will be prepared in 7 days

প্রথম দিনেই ৮০ জন এই পরিষেবা পান: জানা গিয়েছে, চণ্ডীগড়ে এই পরিষেবার প্ৰথম দিনেই ৮০ জন তাঁদের পাসপোর্টের জন্য আবেদন করেছেন। বিদেশ মন্ত্রকের তরফে শুরু করা এই পরিষেবাটি ইতিমধ্যেই জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। আর এই কারণেই আবেদনকারীদের বারবার পাসপোর্ট অফিসে যেতে হবে না। উল্লেখ্য যে, এই পাইলট প্রকল্পের অধীনে শুরু হওয়া সার্ভিস এক্সিলেন্স ভ্যানটি নিজেই একটি সম্পূর্ণ মোবাইল পাসপোর্ট অফিস।

আরও পড়ুন: কমবে চিনের দাদাগিরি! এবার এখানে আগ্নেয়গিরির নিচে মিলল “সাদা সোনা”-র ভান্ডার, রয়েছে এই ভয়ও

মাত্র ৭ দিনের মধ্যে হবে রেজিস্ট্রেশন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বেশ কিছুদিন ধরেই পাসপোর্ট অফিস আবেদনকারীদের পাসপোর্ট তৈরির ক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়াচ্ছে। এমতাবস্থায়, নথি যাচাইয়ের জন্য ডিজিলকার পরিষেবা চালু হওয়ার পরে, সার্ভিস এক্সিলেন্স ভ্যান চালু করা একটি ভালো পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর সাহায্যে, যে প্রার্থী পাসপোর্ট তৈরি করছেন তাঁর ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার জন্য আর কয়েক মাস অপেক্ষা করতে হবে না। এই সার্ভিস এক্সিলেন্স ভ্যানের সাহায্যে মাত্র ৭ দিনের মধ্যে পাসপোর্ট রেজিস্ট্রেশনের পুরো কাজ সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুন: মিস করবেন না সুযোগ, এবার রিল তৈরি করেই মিলবে ১ লক্ষ টাকা! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

এভাবে করুন আবেদন: যদি কোনো ব্যক্তি এই সার্ভিস এক্সিলেন্স ভ্যানের মাধ্যমে তাঁর পাসপোর্ট তৈরি করতে চান সেক্ষেত্রে প্রথমে তাঁকে passportindia.gov.in-এই ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখানে আবেদনকারীকে তাঁর সমস্ত বিবরণ পূরণ করতে হবে। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট এবং ছবির জন্য একটি তারিখ নির্বাচন করতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর