বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার কলকাতা পুরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। প্রত্যাশিত ভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে একচ্ছত্র ভাবে আধিপত্য বিস্তার করেছে। ১৪৪ আসনের মধ্যে ১৩৪টি আসনই দখল করেছে তৃণমূল। বিরোধিতা মাত্র ১০টি আসন পেয়েছে। বিরোধীদের মধ্যে বিজেপি সবথেকে বেশি ৩টি আর কংগ্রেস ও সিপিএম ২টি করে আসন পেয়েছে। এছাড়াও ৩জন নির্দল প্রার্থী এই নির্বাচনে জয়ী হয়েছেন।
বামেরা বিজেপির থেকে একটি আসন কম পেলেও ভোট সংখ্যার নিরিখে তাঁরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ফলাফল প্রকাশের পরই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
অধীরবাবু এও বলেন যে, আমরা সবাই জানতাম তৃণমূলই কলকাতা পুরসভার ক্ষমতায় আসবে, কারণ ওঁরা কয়েকমাস আগেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিধানসভা নির্বাচনে জিতেছে। এখানেও যে ওঁরাই জয়ী হবে, সেটা জানা ছিল। অধীরবাবু বলেন, আমরা মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির উপর ভরসা রেখেছিলাম। উনি বলেছিলেন নির্বাচনে সন্ত্রাস হবে না।
অধীরবাবু বলেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও কলকাতার পুরসভার নির্বাচনকে নিজের মতো করে পরিচালনা করে তৃণমূল কংগ্রেস ছাপ্পা, মারামারি, গ্রেফতার, বোমাবাজি সবই করিয়েছে। সব দেখেছে বাংলার মানুষ। এটার তো কোনও দরকার ছিল না! সবাই জানত আপনি জিতবেন।
অধীরবাবু বলেন, ১০ থেকে ১২টি আসনে আমাদের জেতার প্রবল সম্ভাবনা ছিল। ১৫টি আসনে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি। আমাদের প্রার্থীকে নগ্ন করে মারধর করা হয়েছে। বাংলার দিদি এসব দেখছেন না?