মমতা ব্যানার্জীর পায়ে আঘাত পাওয়াকে কেন্দ্র করে লাগাতার নেতাদের বক্তব্য সামনে আসতে শুরু হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী পায়ে আঘাত পেয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে অখিলেশ যাদবের নেতারা মমতা ব্যানার্জীর পায়ে আঘাত পাওয়া নিয়ে মন্তব্য করেছেন।
কেজরিওয়াল বলেছেন, মমতা দিদির উপর যে আক্রমন হয়েছে আমি তার কড়া ভাষায় নিন্দা করি। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই এবং মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করি। অখিলেশ যাদব এই ঘটনায় উচ্চস্তরীয় তদন্ত চেয়েছেন। অন্যদিকে রাজ্যের বিরোধী নেতা নেত্রীরাও এই ইস্যুতে মুখ খুলেছেন।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ঘটনাটিকে মমতা ব্যানার্জীর ভন্ডামি বলে মন্তব্য করছেন। নন্দীগ্রামে মমতা ব্যানার্জীর সাথে ঘটা ঘটনাকে অধীর চৌধুরী, সাজানো নাটক বলেন। কংগ্রেস নেতা বলেন, মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া পুলিশমন্ত্রী। পুলিশ সব সময় উনার সাথে থাকে, তাহলে কি করে চক্রান্ত করে উনাকে আক্রমন করা হতে পারে! জনগণ এসবকিছু নাটক, ভন্ডামি বুঝে গেছে। সহানুভূতি পেতে এই সমস্ত নাটক করেছেন বলে কড়া আক্রমন করেন অধীর চৌধুরী। মমতা ব্যানার্জী হারার ভয় পেয়েছেন বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতা।
জানিয়ে দি, মুখ্যমন্ত্রী এই ঘটনাকে উনার বিরুদ্ধে চক্রান্ত বলে অভিহিত করেছেন। তবে প্রতক্ষ্যদর্শীরা জানান, মুখ্যমন্ত্রীকে কেউ ধাক্কা দেয়নি। উনি যখন গাড়ির গেট খুলছিলেন, তখন ওনার গাড়ির গেট একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে, আর তাতে তিনি পড়ে যান। প্রতক্ষ্যদর্শীরা আরো জানান, এরপর ওনার জন্য পাশের একটি মিষ্টির দোকান থেকে বরফও নিয়ে আসা হয়। মাইতি মিষ্টান্ন ভাণ্ডারের মালিক নিমাই মাইতি জানান, মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার পর CRPF এর জওয়ানরা ওনার থেকে এসে বরফ নিয়ে যায়। নিমাই মাইতি নামের এক স্থানীয় ব্যাক্তি বলেন, মুখ্যমন্ত্রীকে কেউ ধাক্কা মারে নি উনি একটি পিলারের সঙ্গে ধাক্কা খান।