‘গোটা ভারত বিজেপিকে ভোট দেবে’, এ কী বললেন কংগ্রেস সাংসদ! অধীর চৌধুরীর মন্তব্যে শোরগোল

বাংলা হান্ট ডেস্ক : গতকাল লোকসভায় জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দুটি বিল পাস হওয়ার পর থেকেই উত্তাল হয়ে রয়েছে দেশের রাজনৈতিক মহল। একে একে বিরোধিদের অনেকেই সরব হয়েছেন এই বিল নিয়ে। বুধবার সংসদে এর প্রতিবাদে সরব হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সেই সাথে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর জন্য ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ।

এইদিন লোকসভায় কংগ্রেস নেতা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, পিওকে থেকে একটা আপেল এনে দেখাক। সাহস থাকলে 2024 সালের নির্বাচনের আগে PoK ছিনিয়ে নিন। গোটা দেশের ভোট পাবে বিজেপি। সেই সাথে তিনি এটাও বলেন, ‘বিজেপি নেতারা অহেতুক জওহরলাল নেহরুর সমালোচনা করেন। কাশ্মীরে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে দিনব্যাপী আলোচনার দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার লোকসভা অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ইস্যুতে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে দায়ী করেছিলেন। অমিত শাহ বলেন, নেহরুর দুটি ভুলের কারণে জম্মু ও কাশ্মীরকে ভুগতে হয়েছে। প্রথম – যুদ্ধবিরতি ঘোষণা করা এবং দ্বিতীয় – কাশ্মীর ইস্যুটি জাতিসংঘে নিয়ে যাওয়া। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, তিন দিন পর যদি যুদ্ধবিরতি হতো, তাহলে পিওকে আজ ভারতের অংশ হত।

আরও পড়ুনঃ ৩ রাজ্যে গেরুয়া ঝড় উঠতেই I.N.D.I.A থেকে দূরত্ব বজায় রাখল এই ১১ দল! ভোটের আগেই জোটে ঘোঁট

সেই সাথে অমিত শাহ এটাও জানান যে, পাক অধিকৃত কাশ্মীর আমাদের। এমনকি নয়া বিলে সেই অংশের জন্য ২৪ টি আসন সংরক্ষণের কথাও বলা হয়েছে। তারপর থেকেই অমিত শাহের বক্তব্য নিয়ে কাটাছেঁড়া করতে শুরু করেছেন কংগ্রেস নেতারা। অধীর রঞ্জন চৌধুরীর কথায়, কাশ্মীর ইস্যুতে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকা সম্পর্কে দিনভর আলোচনা হওয়া উচিত।

আরও পড়ুনঃ বার্ধক্য ভাতা নিয়ে বড় আপডেট, আজ থেকে কপাল খুলবে বৃদ্ধদের! এই জায়গাগুলিতে বসছে ক্যাম্প

কংগ্রেস নেতার কথায়, ‘2019 সালে 370 ধারা অপসারণ করার সময় অমিত শাহ দাবি করেছিলেন, পিওকে, সিয়াচেন সব কাশ্মীরের একটি অংশ এবং এটি ফিরিয়ে আনা হবে। মোদি সরকারের ১০ বছর হয়ে গেল। অটলজি সরকারের ছয় বছর পূর্ণ হল। বিজেপি কে থামাল? ভারতে দু’জন সাহসী পুরুষ আছেন – মোদীজি এবং অমিত শাহ জি। এই দুই সাহসী পুরুষকে পিওকে দখল করা থেকে কে বাধা দিল?’

আরও পড়ুনঃ ‘বাংলায় আমরা ক্ষমতায় এলে বুঝবেন উন্নয়ন কী’, PoK নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূলকে খোঁচা শাহের

এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘অন্তত পিওকে থেকে একটি আপেল এনে দেখান এবং বলুন হ্যাঁ, আমরা এটা করেছি। PoK-এর বুক ছিঁড়ে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর তৈরি করা হচ্ছে। মোদিজি ও অমিত শাহ এই বিষয়ে নীরব কেন? আপনি G-7, G-20, সাংহাই সামিটে যান, কেন চেষ্টা করা হচ্ছে না? PoK কেড়ে নিয়ে দেখান। যে কাজ কংগ্রেস করতে পারেনি তা করুন।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর