বলিউডের কফিনে শেষ পেরেক, রামের অযোধ‍্যায় ‘আদিপুরুষ’ এর প্রথম ঝলক প্রকাশ‍্যে আনবে দক্ষিণ ইন্ডাস্ট্রি

বাংলাহান্ট ডেস্ক: রোম‍্যান্স হোক বা থ্রিলার, দেশাত্মবোধক বা পৌরাণিক, সমস্ত ঘরানার ছবিতেই বাজিমাত করে চলেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি (South Film Industry)। বলিউডের সুদিন অনেক আগেই অস্তগত হয়েছে। ভারতীয় সিনেমায় এখন দক্ষিণী ইন্ডাস্ট্রি সহ অন‍্যান‍্য আঞ্চলিক ভাষার ইন্ডাস্ট্রিগুলির ছবি রাজত্ব করছে। গত দেড় বছর ধরে তামিল, তেলুগু, কন্নড় ভাষার ছবিগুলি নাগাড়ে ব্লকবাস্টার হয়ে চলেছে।

আগামীতে ফের একটি ধামাকাদার ছবি নিয়ে আসছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। পরিচালক ওম রাউতের ‘আদিপুরুষ’ (Adipurush) ছবিটি নিয়ে অনেকদিন ধরেই উন্মাদনা দেখা যাচ্ছে দর্শক মহলে। বলা চলে, যেকটি ছবির জন‍্য সিনেপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার মধ‍্যে অন‍্যতম আদিপুরুষ।

adipurush 1200
রামায়ণ মহাকাব‍্যের উপরে নির্ভর করে তৈরি হচ্ছে এই বহু প্রতীক্ষিত ছবি। শ্রীরামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। দশাননের চরিত্রে সইফ আলি খান‌। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সীতার চরিত্রে কৃতি সানন এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করবেন সানি সিং। পরিচালক ওম রাউতের ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ভূষণ কুমার।

এতদিন এই ছবি নিয়ে অনেক তথ‍্য শোনা গেলেও টিজার বা ট্রেলার, নিদেনপক্ষে একটা পোস্টারও দেখা যায়নি আদিপুরুষের। তবে এবারে সম্ভবত অপেক্ষার অবসান হতে চলেছে দর্শকদের। সম্প্রতি পাওয়া খবর বলছে, আগামী ২ রা অক্টোবর আদিপুরুষের বহু প্রতীক্ষিত প্রথম ঝলক সামনে আসবে। তাও আবার রামরাজ‍্য অযোধ‍্যাতেই।

https://www.instagram.com/p/CjADyoap6bu/?igshid=YmMyMTA2M2Y=

এ খবর পরিচালক নিজেই শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘আমাদের জাদুময় সফর এবার আপনাদের ভালবাসার পালা। বহু প্রতীক্ষিত আদিপুরুষ টিজার এবং প্রথম পোস্টার মুক্তি পাবে ২ রা অক্টোবর, উত্তরপ্রদেশের সরযূ নদীর ধারে অযোধ‍্যায়!’ সম্পূর্ণ ছবিটি দেখার জন‍্য অবশ‍্য এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে। আগামী বছর ১২ জানুয়ারি মুক্তি পাবে আদিপুরুষ।


Niranjana Nag

সম্পর্কিত খবর