‘গোপন করার আর কিছুই নেই’, কৌশাম্বীকে নিয়ে অকপট আদৃত! ফাঁস করলেন বিয়ের প্ল্যান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ার নতুন জুটি আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। অবশ্য নতুন জুটি বললে একটু ভুল বলা হবে। ‘মিঠাই’ সিরিয়ালে অভিনয় করার সময়েই তাঁরা একে অপরের প্রেমে পড়েন বলে শোনা যায়। তবে গুঞ্জন তুঙ্গে উঠলে কৌশাম্বীকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে পরিচয় দেন আদৃত। যদিও তাঁদের সম্পর্কের সত্যিটা কারোর জানতে বাকি ছিল না।

সম্প্রতি আদৃতের জন্মদিনে যেটুকু যা পর্দা ছিল সেটুকুও আর রইল না। অনস্ক্রিন ভাইয়ের জন্মদিনে তাঁর বাড়িতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৌশাম্বী। নিজের মা এবং চর্চিত প্রেমিকাকে দুদিকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন ‘সিদ্ধার্থ’। এই ছবির পর শুভেচ্ছা বার্তা এবং নিন্দা দুটোই বেড়েছে এক ধাক্কায়।

adrit

তবে আদৃতকে বরাবরই সমালোচনায় বিশেষ পাত্তা দিতে দেখা যায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা ভাবেই কৌশাম্বীকে নিয়ে কথা বলতে শোনা যায় তাঁকে। তিনি জানান, জন্মদিনে তাঁর বাড়িতে ছোটখাটো ভাবেই সেলিব্রেশন হয়েছে। তাঁর বাবা মা তো ছিলেনই। আর শুধু এসেছিলেন কৌশাম্বী।

আদৃতের কথায়, এখন আর গোপন করার মতো কিছুই নেই। তবুও তিনি নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই ভালবাসেন। উচ্ছেবাবুকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ে কবে করছেন তিনি? উত্তরে আদৃত বলেন, বিয়ে নিশ্চয়ই করবেন। তবে কবে করবেন সেটা এখনো ঠিক করেননি তাঁরা। যেদিন পরিকল্পনা করবেন সেদিন ঠিকই সবাইকে জানাবেন।

গত ১ লা মে ছুটির দিন উপলক্ষে একসঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন আদৃত কৌশাম্বী। দুজনের পোস্ট করা ছবি দেখে এমনি ধারণা জন্মায় নেটিজেনদের মনে। একটি রেস্তোরাঁ থেকে ছবি শেয়ার করেন মিঠাইয়ের উচ্ছেবাবু। সেখানেই তাঁর পাশে রাখা একটি চশমা নজর কেড়ে নেয় নেটিজেনদের।

এই একই রকমের চশমা বহুবার পরতে দেখা গিয়েছে কৌশাম্বীকে। নেটিজেনরা আরো নিশ্চিত হন যখন ‘নন্দা’ও ওই একই জায়গা থেকে শেয়ার করেন ছবি। আদৃত এবং কৌশাম্বীর ছবি পাশাপাশি রাখলে বুঝতে কোনোই অসুবিধা হয় না যে তাঁরা একই জায়গায় গিয়েছিলেন। দুয়ে দুয়ে চার করেই কুৎসিত আক্রমণে ঝাঁপিয়ে পড়ে নেট নাগরিকদের একাংশ। তখনো কৌশাম্বীর পক্ষ নিয়েই পালটা আক্রমণ শানাতে দেখা গিয়েছিল আদৃতকে।

সম্পর্কিত খবর

X