বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবান রাজ কায়েম হওয়ার পর থেকেই রীতিমতো ভয়ে এবং উদ্বেগে দিন কাটছে মহিলাদের। প্রচুর মানুষ দেশ ছেড়ে অন্য দেশে পালানোর চেষ্টা করছেন। বিশেষত স্বাধীনচেতা মহিলাদের জন্য পরিস্থিতি রীতিমত ভয়ংকর। এবার এমনই এক খবর সামনে এল আফগান মহিলা ফুটবল দলকে কেন্দ্র করেও। রীতিমতো উদ্বেগের দিনযাপন করছেন এই ফুটবলাররা। তারা ভয়ে কাঁটা হয়ে আছেন, এই বুঝি কেউ দরজায় কড়া নাড়ে।
আফগান মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক খালেদা তো রীতিমতো ভয়ে রয়েছেন। দলের খেলোয়াড়দের তিনি নির্দেশ দিয়েছেন, তারা যেন দেশের জার্সি পুড়িয়ে ফেলে। নাম পরিবর্তন করে নেয় এবং সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি ডিলিট করে দেয়। তিনি জানিয়েছেন এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না। তিনি বলেন, “আজ আমি তাদের নাম পরিবর্তন করতে বলছি, তাদের পরিচয় মুছে ফেলতে এবং তাদের নিজের নিরাপত্তার জন্য ছবিগুলো মুছে ফেলতে নির্দেশ দিয়েছি। আমি তাকে জাতীয় দলের জার্সি পুড়িয়ে ফেলতে বলছি। এটা আমার জন্য খুবই বেদনাদায়ক। আমরা কত গর্বিত ছিলাম বুকে ব্যাচ নিয়ে, দেশের হয়ে খেলতে পেরে।”
খালেদা জানিয়েছেন, মহিলা খেলোয়াড়দের জন্য এমন কেউ নেই যাদের কাছে এই মুহূর্তে সাহায্য চাওয়া যেতে পারে। তিনি বলেন, একটি দেশ ক্রমশ পতনের দিকে এগিয়ে চলেছে, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, সুরক্ষা সবই বৃথা হয়ে যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, যদিও বারবার এমন কথা বলা হচ্ছে, মহিলাদের পড়াশোনার ব্যাপারে কোনও হস্তক্ষেপ করবে না তালিবান। কিন্তু ১৯৯৬-২০০১ পর্যন্ত যে তালেবান শাসন ছিল আফগানিস্তানে। সে কথা মনে করে রীতিমতো শঙ্কিত দেশের মহিলারা। তালিবানদের নীতি অনুযায়ী, মহিলাদের সবসময় বোরখা পড়ে থাকতে হবে। পুরুষ সঙ্গী ছাড়া তারা বাইরে বের হতে পারবেন না। এছাড়া শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও যথেষ্ট বিধিনিষেধ রয়েছে।