এবার নিজের দেশেই তীব্র লজ্জার শিকার হতে হল প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে। শাহিদ আফ্রিদিকে কার্যত ধুয়ে দিলেন প্রাক্তন পাক অধিনায়ক আমির সোয়েল। আমির সোয়েল বললেন 1999 বিশ্বকাপে শাহিদ আফ্রিদি ব্যাট বল কিছুই করতে পারেনি।
ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে লেগ স্পিন অলরাউন্ডার হিসাবে পরিচিত ছিলেন শাহিদ আফ্রিদি কিন্তু 1999 বিশ্বকাপে কোন পারফরম্যান্সই করে দেখাতে পারেনি আফ্রিদি। ব্যাট-বল হাতে আফ্রিদির পারফরম্যান্স একেবারে ফ্লপ করেছিল। কোনো পারফরম্যান্সই করতে পারেনি আফ্রিদি। পাকিস্তানি অধিনায়ক আমির সোহেল বলেছেন সেই বিশ্বকাপ আফ্রিদিকে ওপেনার হিসেবে নামানোর সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল।
এক ইউটিউব চ্যানেলের প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক আমির সোহেল বলেছেন, 1998 সালে আমি যখন অধিনায়ক ছিলেন তখন নির্বাচকদের সঙ্গে আলোচনা করে একজন নিয়মিত ওপেনার বাঁছতে চেয়েছিলাম যে 1999 বিশ্বকাপে নিয়মিত ওপেন করবে এবং উইকেটের মধ্যে টিকে থেকে নতুন বল এবং পুরোনো বলে রান করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিশ্বকাপে আমরা ওপেনার হিসেবে আফ্রিদিকে বেছে নিয়েছিলাম যে প্রতিকূল পরিবেশ থাকার সত্ত্বেও না পারছিল ব্যাটিং করতে না পারছিল বোলিং করতে। আর সেটাই আমাদের খুব খারাপ একটা সিদ্ধান্ত ছিল। উল্লেখ্য, আফ্রিদি সেই বিশ্বকাপে সাত ইনিংস খেলে মাত্র 93 রান করেছিল।