বাংলা হান্ট ডেস্ক: বিগত বেশ কয়েক মাস ধরেই অশান্তি অব্যাহত সন্দেশখালিতে। এসবের মধ্যেই এবার শেখ শাহজাহানের ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ই ডি। যদিও এর আগেও, তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ-র আওতায় তার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।
ইডি সূত্রে খবর, শাহজাহানের বাজেয়াপ্ত করা এই সম্পত্তির মধ্যেই রয়েছে জমি ও টাকাও রয়েছে। সূত্রের খবর, শাহজান ছাড়াও তার পরিবার ও তাঁদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যাচ্ছ শাহজাহানের পাশাপাশি তাঁর ভাই আলমগীর শেখের জমি সংক্রান্ত মামলায় এই বিরাট মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত ইতিপূর্বে বহুবার সন্দেশখালির মানুষজন শাহজাহানের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ এনেছেন।
শুধু তাই ‘সন্দেশখালির বাঘ’ বলে পরিচিত শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নাকি সেখানে ভেড়ি করে মাছ চাষ করে কালো টাকা সাদা করেছেন। সেই মামলার তদন্ত প্রক্রিয়ার মধ্যেই ইডি এই পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে।
এখনও পর্যন্ত পাওয়া সূত্রের খবর থেকে জানা যাচ্ছে শাহজাহানের এই দুর্নীতির টাকা যেখানে যেখানে গিয়েছে, অর্থাৎ এযাবৎ ওই টাকায় যে সমস্ত সম্পত্তি কেনা হয়েছে, কিংবা যত টাকা ব্যাঙ্কে রাখা হয়েছে সবটাই বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দেবের! কল রেকর্ডিং ফাঁস করলেন হিরণ, তোলপাড় রাজ্য!
প্রসঙ্গত ৫ মার্চ শাহজাহানের ১২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করার সময়েই জানানো হয়েছিল বিভিন্ন অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ, বিভিন্ন অস্থাবর সম্পত্তি তৈরি করে লুকিয়ে রেখেছিল শাহজাহান। তারমধ্যেই খোঁজ মিলেছে ১৪টি স্থাবর সম্পত্তির। তাছাড়া সন্দেশখালি এবং কলকাতায় শাহজাহানের অ্যাপার্টমেন্ট, কৃষিজমি, মৎস্য চাষের জমি, বসত এলাকার জমি সমেত প্রচুর সম্পত্তি-ও রয়েছে।
এসবের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতিতেই সন্দেশখালিতে অস্থায়ী ক্যাম্প করেছে সিবিআই। জানা যাচ্ছে এই ক্যাম্পেই শাহজাহান ও তার বাহিনীর জমি দখল সংক্রান্ত অভিযোগ জানাবেন সন্দেশখালি গ্রামের মানুষজন। এছাড়া সেখানে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও।