তিন মাস পর ল্যান্ডারকে খুঁজে দিলো মুম্বাইয়ের টেকি, ধন্যবাদ জানালো নাসা

বাংলা হান্ট ডেস্ক :  প্রায় তিন মাস পর চাঁদের বুক থেকেই উদ্ধার হল ভারতের চন্দ্রযান টু এর ল্যান্ডার বিক্রমের। আর এই অসাধ্য সাধন করেছেন চেন্নাইয়ের এক টেকি, নাসার ছবির সাহায্য নিয়ে চাঁদের দক্ষিণ মেরু থেকে চন্দ্রযান টু এর ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন চেন্নাইয়ের ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিনাক্স ইন্ডিয়া টেকনোলজি সেন্টারের ইঞ্জিনিয়ার সান। টানা তিন মাস ধরে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থার তরফে চিরুনি তল্লাশি করে ফেললেও চন্দ্রযান টু এর ল্যান্ডার বিক্রমের কোনো খোঁজ পাওয়া যায়নি

তবেই মাদুরাইয়ের বাসিন্দা তথা ইঞ্জিনিয়ার সান, নিজের পূর্ব অভিজ্ঞতা থেকে ল্যান্ডার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে হারিয়ে যাওয়ার কয়েকটি ছবি থেকে এই অসাধ্য সাধন করে ফেলেছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ল্যান্ডার বিক্রম হঠাত্ হারিয়ে যাওয়ার পর সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই তিন মাসে মোট চারবার নাসার এল আর ওতে সেই ছবি ধরা পড়ার পরেই গবেষণা শুরু করে দেয় সান।content Vikram Impact Ratio 1100.0

তার পর কয়েক সপ্তাহের ঐকান্তিক প্রচেষ্টায় ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পায় ওই ইঞ্জিনিয়ার। এর পর মার্কিন গবেষণা সংস্থা নাসাকে তাঁর সাফল্যের কথা জানান এই টেকি। এরপর নাসার তরফে তাঁকে ধন্যবাদ জানিয়ে ডেপুটি প্রোজেক্ট সায়েন্টিস্ট জন কিলার লেখেন, ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে বের করে তথ্য জানানোই ধন্যবাদ।

জানা গিয়েছে বিক্রম ল্যান্ডার যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ঠিক তাঁর উত্তর পশ্চিমের একটা বড় উজ্জ্বল পিক্সেল ধরা পড়েছিল মুম্বইয়ের ওই টেকির গবেষণায় এর পর অরবিটারের প্রজেক্টের গবেষকদের সঙ্গে যোগাযোগ করে জানা যায় সেটি ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ।

উল্লেখ্য, 22 জুলাই তারিখে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস রিসার্চ সেন্টার থেকে রওনা হয় ভারতের চন্দ্রযান টু। সেপ্টেম্বরে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার কথা ছিল। তবে ঐতিহাসিক রেকর্ড ঘোরার আগেই ভারতের ছোট্ট ভঙ্গ হয় কারণ ল্যান্ড করার মাত্র কিছুক্ষণ আগেই ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ভারতীয় স্পেস নেটওয়ার্কের। তার পর থেকে আর কোনও খোঁজ মেলেনি।

সম্পর্কিত খবর