প্রেশার কুকারে আটকে ১ বছরের শিশুর মাথা, ৪৫ মিনিটের অস্ত্রোপচারের পর উদ্ধার করলেন চিকিৎসকরা

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া (social media)। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার (share) হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিয়োও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা।
সম্প্রতি আরও শিহরণ জাগানো খবর প্রকাশ‍্যে এসেছে। খেলতে খেলতে মাত্র ১ বছর বয়সী এক শিশুর মাথা আটকে যায় প্রেশার কুকারের মধ‍্যে। বহু চেষ্টা করে ব‍্যর্থ হয়ে শেষে অস্ত্রোপচার করে প্রেশার কুকার কেটে শিশুটির মাথা বের করা হয়।

IMG 20200613 193133
ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাবনগরে। খেলতে খেলতে হঠাৎ করেই ১ বছরের প্রিয়ানশির মাথা আটকে যায় প্রেশার কুকারের মধ‍্যে। বহু চেষ্টা করেও উদ্ধার করা যায়নি একরত্তি শিশুটিকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় এক সরকারি হাসপাতালে।
প্রায় ৪৫ মিনিটের নিরলস চেষ্টার পর শিশুটির মাথা প্রেশার কুকার থেকে বার করতে সক্ষম হন চিকিৎসকরা। তবে এক সময় তাঁরা চিন্তায় পড়ে গিয়েছিলেন এত ছোট শিশুর ওপর আদৌ অস্ত্রোপচার করা যাবে কিনা। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা সফল হন। সোশ‍্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ঘটনা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর