৬১৮ জনের পর এবার চাকরি গেল আরও ১৫৭ জন ‘অযোগ্য’ শিক্ষকের! দেখে নিন সম্পূর্ণ তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ প্রথম ধাপে চাকরি হারা হয়েছিলেন ৬১৮ জন শিক্ষক, এবার আরও ১৫৭ জন ‘অবৈধ’ নবম-দশম শ্রেণির (IX-X Teachers) শিক্ষকের চাকরি কাড়ল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। আদালতের নির্দেশের পরই তড়িঘড়ি এত বড় সিদ্ধান্ত। শনিবার এই শিক্ষকদের সুপারিশপত্র বাতিল করল কমিশন।

এদিন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে অযোগ্য শিক্ষকদের চাকরি যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে তাদের নামের তালিকাও। জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বলেই জানানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে একজোটে ৬১৮ জনের চাকরি বাতিল করেছিল কমিশন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের (Division Bench) রায়ের পরেই ৬১৮ জনের নিয়োগের সুপারিশপত্র বাতিলের নির্দেশ দেয় এসএসসি (SSC)। বুধবার রাতেই তড়িঘড়ি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রথম ধাপে ৬১৮ জন শিক্ষকের নিয়োগের সুপারিশপত্র বাতিলের বিষয়টি জানিয়েছিল কমিশন।

সেই রেশ কাটতে না কাটতেই ফের চাকরি যেতে চলেছে ১৫৭ জন ‘অবৈধ’ শিক্ষকের। বুধবার কমিশন তরফে জানানো হয়েছিল, ওই ৬১৮ জন বাদে বাকি ১৮৭ শিক্ষকের ওএমআর শিটগুলি আরও এক বার খুঁটিয়ে দেখছে এসএসসি। খুব শীঘ্রই তাদের সুপারিশপত্র বাতিলের প্রক্রিয়াও শুরু করা হবে বলেও জানানো হয়েছিল। সেইমতই আজ কমিশনের এই নির্দেশ।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি নিযুক্ত ৯৫২ জন নবম-দশম শিক্ষকের বিরুদ্ধে ওএমআর শিট বিকৃত করে চাকরি পাওয়ার অভিযোগ সামনে এসেছিল। মামলা ওঠে হাইকোর্টে। শিক্ষকদের অনিয়ম করে চাকরি পাওয়ার বিষয়টি স্বীকার করে নেয় স্কুল সার্ভিস কমিশনও।

এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৮০৫ জন ‘অযোগ্য’ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। শুধু তাই নয়, অবিলম্বে তাদের বেতন বন্ধের নির্দেশও দিয়েছেন বিচারপতি।। হাইকোর্টের নির্দেশের পরই ধাপে ধাপে ৮০৫ জনের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করে কমিশন।

প্রথম ধাপে ৬১৮ জন ‘অযোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ করে সুপারিশপত্র বাতিল করেছিল কমিশন। এর এবার চাকরি কাড়া হল আরও ১৫৭ জনের। জানিয়ে রাখি, দুই দফা মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৭৭৫ জনের সুপারিশপত্র বাতিল করল কমিশন। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে ১৫৭ জনের তালিকা প্রকাশ করে কমিশন। দেখে নিন সেই শিক্ষকদের তালিকা।

ssc list

ssc list 2

ssc list 3

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর