প্রতীক্ষার অবসান! দীর্ঘ পাঁচ মাস পর মাঠে নামলেন কোহলি, উচ্ছ্বসিত সমর্থকরা

বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ মাস পর ব্যাট হাতে দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)। একদিন, দু’দিন নয় প্রায় পাঁচ মাস হয়ে গেল বিরাট কোহলিকে কেউ ব্যাট হাতে দেখেননি। তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ফের কবে তাদের প্রিয় তারকাকে ব্যাট করছে দেখতে পাবেন। লকডাউনের এই সময়টাতে বিরাট কোহলিকে বহুবার দেখা গিয়েছে ফিটনেস ট্রেনিং করতে। কখনো ওয়েট লিফটিং করছেন তো কখনো নিজের বাড়ির ছাদে রানিং করছেন। কিন্তু ব্যাট হাতে বিরাট কোহলিকে দেখার সৌভাগ্য হয়নি। অবশেষে প্রতীক্ষার অবসান, ব্যাট হাতে দেখা গেল প্রিয় তারকা বিরাট কোহলিকে।

আর কয়েকদিন পরেই দুবাইয়ের মাটিতে শুরু হতে চলেছে এই বছরের আইপিএল। আইপিএল খেলার জন্য ইতিমধ্যেই প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি দল পৌঁছে গিয়েছ দুবাইতে। দুবাই পৌঁছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল প্রথমে ছয় দিনের বাধ্যতামূলক আইসোলেশন থাকার পর অবশেষে মাঠে নেমে অনুশীলন করার অনুমতি পেয়েছে। অপেক্ষা না করে প্রথম দিনই অনুশীলনে নেমে পড়লেন অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘদিন পর ব্যাট হাতে অনুশীলনে নেমে দীর্ঘক্ষন ব্যাটিং অনুশীলন করলেন বিরাট কোহলি।

দীর্ঘদিন লকডাউনে বাড়িতে বসে থাকার পর অবশেষে আইপিএল খেলার জন্য দুবাই উড়ে গিয়েছেন ক্যাপ্টেন কোহলি। সঙ্গে নিয়ে গিয়েছেন তার সন্তান সম্ভাবনা স্ত্রী অনুষ্কা শর্মাকেও।  কয়েকদিন আগেই এই সুখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বিরাট কোহলি। তবে আইপিএলে অধিনায়ক কোহলির খুব একটা সাফল্য নেই। ব্যাটসম্যান হিসেবে কোহলি খুবই সফল কিন্তু অধিনায়ক হিসেবে নয়। আইপিএলে সবথেকে সফল ব্যাটসম্যান কোহলিই, সবথেকে বেশি রান রয়েছে কোহলির ঝুলিতে। কিন্তু অধিনায়ক হিসেবে এখনো পর্যন্ত আইপিএল ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি কোহলির। এখন দেখা যাক এই বছর দুবাইয়ের মাটিতে কোহলির ভাগ্য ফেরে কিনা।


Udayan Biswas

সম্পর্কিত খবর