ইস্ট-ওয়েস্ট মেট্রোয় জুড়ছে নয়া পালক, হাত বাড়ালেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড! কবে শুরু হবে পরিষেবা?

Published On:

বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই চালু হয়ে গেছে হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যেকার পরিষেবা। যদিও শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মাঝের আড়াই কিলোমিটারের কাজ এখনও অথৈ জলে। কলকাতা মেট্রোর (Kolkata Metro) কাছে আপাতত মাটির নিচের এই আড়াই কিলোমিটার পথের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই একটা বড় চ্যালেঞ্জ। যার জন্য সবার আগে পূর্ব এবং পশ্চিমমুখী সুড়ঙ্গের মধ্যে বেশকিছু সংযোগকারী পথ তৈরি করতে হবে‌।

মূলত এক সুড়ঙ্গ থেকে অপর সুড়ঙ্গ অবধি যাতায়াতের জন্যই এই পথগুলির প্রয়োজন। আপাতত সেই প্যাসেজ তৈরির কাজেই মন দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, এপ্রিলের শেষের দিকেই একটি প্যাসেজের কাজ সম্পন্ন হয়ে যাবে। এই প্যাসেজটি তৈরি হচ্ছে চাঁদনি চক এলাকায় হিন্দ সিনেমার কাছে।

শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে এই করিডোরে মোট আটটি প্যাসেজ তৈরির পরিকল্পনা করেছিল মেট্রোর। আড়াই কিলোমিটার এই রাস্তায় প্রতি ২৫০ মিটার ছাড়া ছাড়া একটি করে প্যাসেজ তৈরির ভাবনাচিন্তা ছিল। তবে এখন তিনটি প্যাসেজকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মূলত বৌ বাজারের কাছে একটি প্যাসেজ তৈরির সময় বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়।

আরও পড়ুন : খরচ নেই ১ টাকাও, এইভাবে সার্ভিসিং করুন AC, কমবে বিদ্যুৎ বিল, ঘর হবে কুল কুল

যে কারণে ঐ এলাকায় তিনটি প্যাসেজের কাজ স্থগিত রাখা হয় এবং অবশেষে ৩টি প্যাসেজ সম্পূর্ণ বন্ধই করা হয়। বদলে বৌবাজারে একটি আপৎকালীন বেরোনোর পথ তৈরির কথা ভাবা হয়। এছাড়াও মাটির কারণেও দীর্ঘদিন বন্ধ ছিল মেট্রোর কাজ। সঠিক মাটির খোঁজে সুড়ঙ্গটি এখন তৈরি করা হচ্ছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রায় ১১০ মিটার দূরে হিন্দ সিনেমার কাছে। মেট্রোর কাজে আর কোনওরকম ঝুঁকি নিতে চাইছেনা কর্তৃপক্ষ।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X