বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কাল আইপিএলে (IPL 2023) হাড্ডাহাড্ডি ম্যাচে এক উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) হারিয়েছে লখনউ সুপারজায়ান্টস (LSG)। বিরাট কোহলি (Virat Kohli), দু প্লেসিস (Faf du Plessis), ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) অর্ধশতরানে ভর করে লোকেশ রাহুলদের (KL Rahul) সামনে ২১৩ রানের টার্গেট সেট করেছিল আরসিবি। পাওয়ার প্লে-তে একাধিক উইকেট হারিয়ে তারা রীতিমতো ব্যাকফুটেও চলে গিয়েছিল। কিন্তু সেখান থেকে মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) আগ্রাসী ব্যাটিং এবং নিকোলাস পুরানের (Nicholas Pooran) মাত্র ১৫ বলে করা অর্ধশতরান লখনউকে ম্যাচে ফিরতে সাহায্য করে।
কিন্তু পুরান আউট হওয়ার পর লখনউয়ের নিশ্চিত জেতা ম্যাচটা ফের হাত থেকে বেরিয়ে যেতে থাকে। আয়ুশ বাদোনি ২৪ বলে ৩০ রান করে ছক্কা মেরে দলকে জেতাতে গিয়ে হিট উইকেট করে বসেন। লখনউয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫ রান। কিন্তু হর্ষল প্যাটেল দুটি উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন। শেষ বলে নন স্ট্রাইকার প্রান্ত থেকে অনেকটা এগিয়ে যাওয়া রবি বিশ্নইকে রান আউট করতে ব্যর্থ হন তিনি। তারপরে যখন সেই ডেলিভারিটি তিনি করেন তখন উইকেট রক্ষক দিনেশ কার্তিক বলটি কুড়িয়ে নিয়ে করতে ব্যর্থ হন এবং একরান বাই নিয়ে জিতে যায় এলএসজি। কিন্তু এই জয়ের পর শিরোনামে উঠে এসেছেন সেই দলের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
গোটা ম্যাচ শান্তভাবে বসে থাকার পর ম্যাচ জয়ের পর আচমকারী খুব আগ্রাসীভাবে উদযাপন করতে দেখা যায় গৌতম গম্ভীরকে। একটি ভাইরাল ভিডিওতে দেখে মনে হয়েছে গৌতম গম্ভীর উত্তেজনায় বেশ কিছু গালিগালাজ ব্যবহার করেছেন ম্যাচ জেতার পর। এরপর দর্শকদের উদ্দেশ্যে মুখে আঙ্গুল দিয়ে তাদেরকে চুপ করে থাকতে বলেন প্রাক্তন ভারতীয় ওপেনার। তার এই প্রতিক্রিয়ার ভিডিওগুলি বেশ ভাইরাল হয়েছে।
Gambhir The Real OG pic.twitter.com/0T5phOeA9c
— Remo Mama (@RemoMowa) April 10, 2023
অনেকেই মনে করছেন যে বিরাট কোহলির দলের বিরুদ্ধে এই জয় পাওয়ায় এতটা
উচ্ছসিত হয়েছেন গম্ভীর। এর আগে লখনউয়ের ব্যাটিংয়ের সময় তাদের অধিনায়ক লোকেশ রাহুল আউট হওয়ার পরেও একই রকম উগ্র উদযাপন করেছিলেন বিরাট কোহলি। দুজনেই দিল্লির ক্রিকেটার এবং ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। আইপিএলে যখন একে অপরের মুখোমুখি হয়েছেন তখন মাঝেমধ্যে মতপার্থক্য তৈরি হওয়ায় একে অপরের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়েছেন। এর আগে গৌতম গম্ভীরকে শেষবার এমন আগ্রাসন দেখা গিয়েছিল গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারানোর পরে। অনেক নেটিজেন দাবি করছেন যে ধোনি এবং কোহলিকে খুব একটা পছন্দ করেন না গম্ভীর তাই তাদের দলের বিরুদ্ধে জিতলে তাকে এরকম উগ্র উল্লাস দেখাতে দেখা যায়।
তবে ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পর অবশ্য ভিন্ন চিত্র দেখা দিয়েছে ড্রেসিংরুমে। সেখানে সাক্ষাৎ হয়েছিল বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের। সাক্ষাৎ হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে দুই নায়ক। সেই ছবিটি প্রকাশ্যে আসা মাত্র ভাইরাল হয়ে গিয়েছে। সকলেরই অত্যন্ত মনে ধরেছে দুজনের আলিঙ্গনের দৃশ্যটি।