বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ড নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও। টলিপাড়ার একাধিক সেলেব এই নারকীয় ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন। পিছিয়ে নেই বাংলার ছেলে অরিজিৎ সিংও। প্রতিবাদ করার পাশাপাশি একটি গানও বেঁধেছেন তিনি। এবার আসরে নামলেন শ্রেয়া। আগামী সেপ্টেম্বর মাসে কলকাতায় গায়িকার যে শো হওয়ার কথা ছিল, সেটা বাতিল করেছেন তিনি। এবার এই নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
শ্রেয়াকে নিয়ে কী বললেন তৃণমূল নেতা (Kunal Ghosh)?
আরজি কর কাণ্ড নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন অরিজিৎ। এই ইস্যুতে তিনি যে গান বেঁধেছেন সেটাও প্রশংসা আদায় করে নিয়েছে। গত শুক্রবার এই গায়ককেই খোঁচা দেন কুণাল (Kunal Ghosh)। পরোক্ষভাবে তাঁকে সুবিধাবাদী বলেন তৃণমূল নেতা। অরিজিৎকে এই নিয়ে খোঁচা দিলেও শ্রেয়ার ক্ষেত্রে কিন্তু সেই পথে হাঁটলেন না তিনি।
- ‘যদি শো পিছিয়ে দিতে চায়…’, কী বললেন কুণাল?
এদিন একটি বিবৃতি প্রকাশ করে আগামী সেপ্টেম্বর মাসের শো বাতিল করার কথা ঘোষণা করেন শ্রেয়া (Shreya Ghoshal)। গায়িকা বলেন, ‘কয়েকদিন আগে শহরে যে ঘটনা ঘটেছে, সেটা আমার মনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। একজন মহিলা হিসেবে এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই ১৪ সেপ্টেম্বর আমার যে ট্যুর হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। এরপর কবে এই শো হবে সেটা এখনই জানাতে পারছি না। তবে আপাতত এই শো হচ্ছে না’।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা! বিস্ফোরক অডিও শেয়ার করে মমতাকে ফালাফালা আক্রমণ শুভেন্দুর
১৪ সেপ্টেম্বরের বাতিল হওয়া এই শো আগামী অক্টোবর মাসের কোনও একটা দিন হবে বলে জানিয়েছেন শ্রেয়া। এরপরেই সাংবাদিক সম্মেলন করে গায়িকার তারিফ করে কুণাল (Kunal Ghosh) বলেন, ‘শ্রেয়া ঘোষাল যা বলেছেন সেটাকে সাধুবাদ জানাই। ওনার ঘোষণা বাস্তবসম্মত। আমরা প্রত্যেকে ন্যায়বিচার চাইছি, প্রত্যেকে উদ্বিগ্ন। সেই জায়গা থেকে শ্রেয়া শো পিছিয়ে দিতে চাইলে ওনার প্রতি আমার সমর্থন রয়েছে’।
এখানেই না থেমে তৃণমূল (Trinamool Congress) নেতা আরও বলেন, ‘শ্রেয়া আরজি করের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বুঝিয়ে দিয়েছেন এটা শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের সমস্যা নয়। ওনার পোস্টে এটা পরিষ্কার নারী সুরক্ষার বিষয় সম্পূর্ণ ভারতের সমস্যা। আরও বললে সম্পূর্ণ পৃথিবীর সমস্যা। যেখানে নারী, পুরুষ দুই শাখার একসঙ্গে চলা স্বাভাবিক, সেখানে এই ধরণের অপরাধ যে গোটা বিশ্বের জন্য কুৎসিত, শ্রেয়া সেই বার্তাই দিয়েছেন’।
এদিকে শ্রেয়ার তারিফ করলেও শুক্রবার অরিজিৎকে বিঁধেছিলেন কুণাল (Kunal Ghosh)। তৃণমূল নেতা বলেন, ‘অরিজিৎ সিং দারুণ গায়ক, ছেলেটির ভালো। তিলোত্তমার ন্যায়বিচার গানটি যথাযথ এবং সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক শুধু বাংলায় জাগে’। কুণালের বক্তব্য, মহারাষ্ট্রের বদলাপুর অথবা সাক্ষী মালিকদের নিয়ে হিন্দিতে গান হয় না। ওটা প্রধান কাজের জায়গা, হিন্দিজগৎ, টাকা, কেরিয়ার, কাজ সেই কারণে চুপ? কুণালের এই মন্তব্যের পর ‘আত্মজোয়ার জ্বালো’ এক্স হ্যান্ডেল থেকে অরিজিৎ শুধু পোস্ট করেন, ‘ঠাকুরঘরে কে? আমি তো কলা খাইনি’। কারোর নাম না নিলেও নেটাগরিকদের একাংশের অনুমান, এই মন্তব্যের মাধ্যমে কুণালকেই খোঁচা দিয়েছেন গায়ক।