বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রথম ম্যাচে রেনবো এফসির-র বিরুদ্ধে আটকে যেতে হয়েছিল। গোল শূন্য ড্র করে সমর্থকদের হতাশা বাড়িয়েছিল বিনো জর্জের দল। তবে আজ নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথমার্ধে ২-০ ফলে এগিয়ে যাওয়ার পর পুলিশের সুব্রত বিশ্বাসের ও দ্বিতীয়ার্ধে রাজীব দত্তর গোলে সমতায় ফেরে পুলিশ। এরপর ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন দীপ সাহা এবং অভিষেক কুঞ্জম। ৪-২ ফলে ম্যাচ শেষে সমর্থকদের মুখে হাসি ফোটায় বিনোর ছেলেরা।
তবে এই মুহূর্তে মোহনবাগান ও মহামেডানের দাপটের ধারে কাছেও নেই লাল হলুদ। কলকাতা লিগে নিজেদের শেষ ম্যাচে মোহনবাগান ৫-২ গোলে ডালহৌসিকে উড়িয়ে দিয়েছে। সুহেল ভাট হ্যাটট্রিক করেন, জোড়া গোল করেন ফার্দিন আলি মোল্লা। টানা তিন ম্যাচে তিনটি জয় পেয়ে লিগ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। ইস্টবেঙ্গলের চেয়ে অনেক বেশি সুসংবদ্ধ দল হিসেবে রোজই মাঠে নামছে মোহনবাগান।
তাছাড়া এবারের দিকে ভালো ছন্দে রয়েছে মহামেডানও। কলকাতা লিগে নিজেদের শেষ ম্যাচে মহামেডান ১-০ গোলে জয় পায়। এছাড়া প্রথম ম্যাচে তারা ৭-০ গোলে হারালো সিএফসিকে। ডেভিড, ব্যারেটোরা গোলের মধ্যেই রয়েছেন। কোচ মেহেরাজুদ্দিন ওয়াডুর নেতৃত্বে বেশ টগবগিয়ে ছুটছে সাদা কালো ঘোড়া।
এর আগে শনিবার একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। প্রকাশিত হয়েছে কলকাতা লিগের নতুন ট্রফি। আইএফএ অফিসে সাংবাদিক সম্মেলন করে এই ট্রফির ডিজাইন প্রকাশিত হয়। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন ক্লাবকে দেওয়া হবে এই ট্রফিটি। সত্যেন্দ্র ফুড প্রোডাক্টসের উদ্যোগে এই ট্রফিটি চালু করা হয়েছে। এর আগে কোন নির্দিষ্ট রূপের ট্রপি ছিল না এই লিগের। ৭ কেজি ওজনের ও ২০ ইঞ্চি লম্বা এই ট্রফিটি রূপো দিয়ে নির্মিত।
আশঙ্কা করা হচ্ছে যে দেড় মাস পর ট্রফিটি উন্মোচন হবে। এই নিয়ে পরিকল্পনা করবেন আইএফএ কর্মকর্তারা। কলকাতা লিগের ঐতিহ্য বহন করবে এই ট্রফি। আই এফ এর সচিব অনির্বাণ তত্ত্ব জানিয়েছেন যে কোনও টুর্নামেন্টের পরিচয় বহন করে তার নির্দিষ্ট ট্রফি। ডুরান্ড, আইএফএ শিল্ডের মতো টুর্নামেন্টের নির্দিষ্ট আকারের ট্রফি তার ঐতিহ্য বহন করে। কিন্তু তোর ভাগ্যের ব্যাপার যে এত দিন কলকাতা লিগের কোনও রানিং ট্রফি ছিল না। এই সুদৃশ্য ট্রফিটি এবার থেকে টুর্নামেন্টের ঐতিহ্য বহন করবে।”