‘পরীক্ষা দিতে যেতে পারব তো?’ অশান্তি পরিবেশের মধ্যে আতঙ্কে ভুগছে সন্দেশখালির মাধ্যমিক পড়ুয়ারা

বাংলা হান্ট ডেস্ক : ইডি (Enforcement Directorate) বিতর্কের পর ফের একবার উত্তপ্ত সন্দেশখালির (Sandeshkhali) হাওয়া। দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ। যার জেরে রীতিমত আতঙ্কে ভুগছে সন্দেশখালির মাধ্যমিক পড়ুয়ারা (Madhyamik Student)। এইরকম একটা অশান্ত পরিবেশের মধ্যে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে কীভাবে তা নিয়ে শুরু হয়েছে চাপা উত্তেজনা। বেশিরভাগ পরীক্ষার্থীর মনেই ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, ‘আদৌ পরীক্ষা দিতে যেতে পারব তো?’

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ২রা ফেব্রুয়ারি। এক তো সাত সকালে পরীক্ষার নির্ঘন্ট আর তার উপর রাজনৈতিক ঝামেলা। সবে মিলিয়ে সন্দেশখালির পরীক্ষার্থীরা রীতিমত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। দিনকয়েক আগেই যেখান থেকে ইডি আধিকারিকদেরও মার খেয়ে ফিরতে হয় সেখানে ঝামেলার মধ্যে একটা বিপদ ঘটে যাওয়া অস্বাভাবিক নয়। তাই তো আতঙ্কে রয়েছেন অভিভাবকরাও।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেই সন্দেশখালির বেতাজ বাদশা মতান্তরে গুণ্ডা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডির একটি দল। সাথে সিআরপিএফ থাকলেও রক্ষা পায়নি ইডি কর্তারা। অভিযোগ, শেখ শাহজাহানের অনুগামীরা দলবল মিলে চড়াও হয় ইডি অফিসারদের উপর। কয়েকজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন : ক্ষমতাতে ফের মোদীই! তবে রয়েছে একটি চিন্তা, লোকসভা ভোটের সমীক্ষায় ঘুম উড়ল বিরোধীদের

তারপর থেকেই একাধিকবার অশান্তি ছড়িয়েছে সন্দেশখালিতে। যদিও নিরাপত্তা কড়া করতে এলাকায় বেড়েছে পুলিশি প্রহরা। ইডি অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীরও যাতায়াত বেড়েছে। এসবের মাঝেই গত বুধবার থেকে ফের একবার গরম হয়ে উঠেছে সন্দেশখালির আবহাওয়া। শাহজাহান বিরোধী বিক্ষোভে বুধবার এবং বৃহস্পতিবার উত্তপ্ত থেকেছে এলাকা।

আরও পড়ুন : দক্ষিণ ভারতেও এবার গেরুয়া ঝড়? সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য! ঘুম উড়বে কংগ্রেসের

1707463810 sandeshkhali madhyamick

এই কুখ্যাত তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে লাঠি, বাঁশ হাতে পথে নেমেছিলেন সন্দেশখালির মহিলারা। ক্রমেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এমন একটা পরিস্থিতিতে রাস্তায় বেরোনোটাই দুঃসহ হয়ে উঠেছে পরীক্ষার্থীদের ক্ষেত্রে। সেই সাথে যানবাহনের সমস্যাও এখন আবার চরমে উঠেছে। সন্দেশখালির এক মাধ্যমিক পরীক্ষার্থীর কথায়, ‘সন্দেশখালিতে খুব মারপিট হচ্ছে। ঠিক মতো পড়াশোনা করতে পারছি না। পরীক্ষাও ভাল হচ্ছে না। আমরা চাইছি এ সব বন্ধ হয়ে যাক।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর