বিবাহবিচ্ছেদ হয়েছে দুই IAS-র, এবার টিনার পর আমিরও করছেন দ্বিতীয় বিয়ে! কী করেন তার হবু স্ত্রী?

বাংলাহান্ট ডেস্ক : টিনা দাবি আর আথার আমির খান। খবরের শিরোনামে উঠে আসা দুই উজ্জ্বল মেধাবী কৃতী। আইএএস পরীক্ষায় টিনা প্রথম হন, আমির দ্বিতীয়। শুধু তাই নয়, প্রথম কোনও দলিত মহিলা হিসেবে টিনা সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান লাভ করে।আর এই দুই আইএএস টপার এর প্রেম কাহিনী নিয়ে একসময় চর্চা শুরু হয়েছিল সারাদেশে। দুর্দান্ত কেরিয়ারের পাশাপাশি ২০১৮ সালে স্বপ্নের মত বৈবাহিক জীবন শুরু হলেও কয়েকদিন পরেই তাতে ছেদ পড়ে। তারপর দুজনের কেউই আর থেমে থাকেননি।

জানা গিয়েছে, বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার তিন বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদের জন্য তারা আইনি পথে হাঁটেন। ডিভোর্সের প্রাথমিক ধাক্কা গায়ে এসে লাগলেও পরবর্তীকালে টিনা ফের একবছরের মধ্যে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি, এপ্রিল মাসে আইএএস অফিসার প্রদীপ গাওয়ান্ডের সঙ্গে রাজস্থানের জয়পুরে বিবাহবন্ধনে আবারও আবদ্ধ হন টিনা। এবার সেই পথেই হাঁটতে শুরু করলেন টিনার প্রাক্তন স্বামী আথার আমির খান।

সূত্রের খবর, টিনার বিয়ের মাস কয়েকের মধ্যেই ইনস্টাগ্রামের দৌলতে প্রকাশ্যে আসে আমিরের নতুন মনের মানুষের কথা। শুধু তাই নয়, হবু স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে আংটি বদলের খবর জানিয়ে দেন আমির। বিচ্ছেদ-যন্ত্রণাকে দূরে সরিয়ে চিকিৎসক মেহরিন কাজীর সঙ্গেই সাত পাক ঘুরতে চলেছেন আমির।

jpg 20220703 123056 0000

প্রসঙ্গত উল্লেখ্য, পেশায় চিকিৎসক মেহরিন সোশ্যাল মিডিয়াতেও ভীষণই জনপ্রিয়। তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা প্রায় তিন লক্ষ ছুঁই ছুঁই। ব্রিটেন ও জার্মানি থেকে পড়াশোনা করা এই সুন্দরী চিকিৎসকের এমডি ডিগ্রিও রয়েছে মেডিসিনে। বর্তমানে রাজীব গাঁধী ক্যানসার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে সায়েন্টিফিক অফিসার হিসাবে কর্মরত মেহরিনের ছোটবেলাটা কেটেছে কাশ্মীরে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, আমিরও কাশ্মীরেরই বাসিন্দা। সব মিলিয়ে বলা যায়, বিচ্ছেদ-যন্ত্রণাকে ভুলে তারা যে আবার নতুন সম্পর্কে জড়ালেন তাতেই খুশি নেটিজেনরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর