মুকুলের পর এবার দিলীপের উপর নজর মমতার, নতুন করে জল্পনা রাজনৈতিক মহলে

বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে এখন শিরোনামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। মুকুল রায় আবারও ঘরে ফিরে যাওয়ার পর, এবার দিলীপ ঘোষের দিকে নজর পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চায়ের নিমন্ত্রণ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কালীপুজোতেও নিমন্ত্রণ জানান। শুধুমাত্র নিমন্ত্রণই নয়, সেইসঙ্গে দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ এবং শরীর চর্চারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

dilip ghosh mamata banerjee

ঘটনাটি ঘটে ১৫ ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসে। গতবারের ন্যায় এদিন রাজভবনে চা চক্রের আয়োজন করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে গতবার বিশেষ কারণে এই নিমন্ত্রণ রক্ষা না করতে পারলেও, এবারে কিন্তু রাজভবনে আয়োজিত চা চক্রে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

আর এই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী এবং দিলীপ ঘোষের মধ্যে কিছু কথোপকথন হয়। সেই কথা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, এদিন সৌজন্য সাক্ষাতই হয় তাঁদের মধ্যে। পাশাপাশি মুখ্যমন্ত্রী তাঁকে চায়ের নিমন্ত্রণ এবং তাঁর বাড়ির কালীপুজোর আগাম নিমন্ত্রণও করেন দিলীপ ঘোষকে। এমনকি তাঁর প্রাতঃভ্রমণ এবং শরীর চর্চারও প্রশংসা করে বলে জানান দিলীপ ঘোষ।

আর এই ঘটনার পর থেকে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মুকুল রায় ঘরে ফিরে যাবার পর, এবার কি তবে দিলীপ ঘোষকে দলে নেওয়ার পালা? এমনটাই গুঞ্জন শুরু হয়েছে বঙ্গরাজনীতিতে।

Smita Hari

সম্পর্কিত খবর