পল্লবীর জায়গায় অন্য কেউ না! অভিনেত্রীর অকাল প্রয়াণে বদলাচ্ছে ‘মন মানে না” সিরিয়ালের স্বরূপ

বাংলাহান্ট ডেস্ক : পল্লবী দে-র আকস্মিক মৃত্যু স্টুডিয়োপাড়াকে মনে পড়িয়ে দিচ্ছে একটাই কথা, “দ্য শো মাস্ট গো অন”। যতই বিপর্যয় আসুক, চলা থামবে না। এই চরৈবেতি মন্ত্রেই বিশ্বাসী বিনোদন দুনিয়ার প্রতিটি মানুষ। বৃহস্পতিবার ধারাবাহিক ‘মন মানে না’-র যে সেটে শেষ শ্যুট করে গিয়েছিলেন পল্লবী। সোমবার সেই সেটে ক্যামেরা চলেছে। কেবল একটি দিন থমকে গিয়েছিল টেলিপাড়া। রবিবার সকালে মর্মান্তিক খবর ছড়াতেই ক্যামেরা বন্ধ রেখেছিল ধারাবাহিকের সেট।

কিন্তু, পল্লবী দের আকস্মিক প্রয়াণের পর তাঁর মৃত্যু রহস্য খোঁজার পাশাপাশি, আরও একটি প্রশ্ন ঘুরছে অনুগামীদের মনে। তাদের প্রিয় ‘গৌরী’র জায়গায় এবার কাকে দেখা যাবে? ধারাবাহিক একেবারে শেষের পর্যায় ছিল, একথা কারও অজানা না। সেক্ষেত্রে নতুন মুখ আনলে কতটা মেনে নেবেন তাঁকে দর্শকেরা, এই প্রশ্নটাও ছিল।

কালার্স বাংলার তরফে ও প্রযোজনা সংস্থার তরফে কিছুটা হলেও এই সব প্রশ্নের উত্তর মিলল। গত বৃহস্পতিবার অবধি ‘মন মানে না’ -র জন্য শ্যুটিং করেছিলেন পল্লবী। সেই ব্যাঙ্কিং থেকে আগামী বুধবার অবধি পর্ব চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে, এরপর গৌরী চরিত্রে পল্লবীর জায়গায় আনা হবে না অন্য কাউকে। সেরকম ভাবেই তৈরি করা হয়েছে চিত্রনাট্য। বাস্তবের মতো পর্দাতেও তাঁর আকষ্মিক মৃত্যু হবে। জুন মাসের ৬ তারিখ থেকে দেখা যাবে ‘তুমিই যে আমার মা’। তার ঠিক আগেই শেষ হয়ে যাবে ‘মন মানে না’।

প্রসঙ্গত উল্লেখ্য, পল্লবীর মৃত্যুর পর কালার্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে শোক প্রকাশ করে লেখা হয়, “আমরা পল্লবীর আত্মার শান্তি কামনা করি… প্রার্থনা করি ও যেখানেই থাকুক ভালো থাকুক! ওর পরিবার এবং প্রিয়জনদের জন্য রইল আমাদের গভীর সমবেদনা।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর