বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পর ১০০ দিনের কাজ (মনরেগা) নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও জয় পেয়েছে রাজ্য সরকার। সোমবার এই মামলায় হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর তার কিছু ঘণ্টা পেরোতে না পেরোতেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে | Calcutta High Court
হাইকোর্টে রাজ্য জানিয়েছে, বর্তমানে ১০০ দিনের কাজ (100 Days Work) সংক্রান্ত একাধিক মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। সেই সমস্ত মামলার দ্রুত শুনানি ও নিষ্পত্তির আবেদন জানিয়ে উচ্চ আদালতে গিয়েছে রাজ্য। আগামী ৭ নভেম্বর মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
১০০ দিনের কাজ প্রকল্পের অর্থ বরাদ্দ সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এবার হাইকোর্টে এই সমস্ত মামলার শুনানি হবে চলতি মাসেই।
আরও পড়ুন: ‘মুখ্যসচিব, অর্থসচিবকে সশরীরে হাজির হতে হবে’, রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের, কোন মামলায়?
উল্লেখ্য, ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র সরকার। তবে সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ, মনরেগার ১০০ দিনের কাজ দ্রুত শুরু করতে হবে। একইসাথে অবিলম্বে বকেয়া অর্থ মেটানোরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, রাজ্যের দাবি, ২০২২ সালের মার্চ থেকে ৪,৫৬৩ কোটি টাকা পাওনা রয়েছে।

কেন্দ্রের উদ্দেশে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য, “আপনারা কি নিজেরা মামলা তুলে নেবেন, না কি আমরা খারিজ করব?” তার পরেই মামলাটি খারিজ করে দেয় শীর্ষ আদালত। প্রসঙ্গত, রাজ্যে প্রায় তিন বছর ধরে ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) বন্ধ রয়েছে। এবার সুপ্রিম নির্দেশে ফের রাজ্যে শুরু হচ্ছে এই প্রকল্প।













