ভারতীয় ফুটবলের স্বার্থে পরের মরশুম থেকেই বিদেশি ফুটবলারদের সংখ্যা কমতে চলেছে আইএসএলে। ফেডারেশনের তরফে আগেই আইএসএল আয়োজকদের প্রস্তাব দেওয়া হয়েছিল বিদেশি ফুটবলারদের সংখ্যা কমানোর ব্যাপারে। এবার ফেডারেশনের সেই প্রস্তাব মেনেই 2021-22 মরশুম থেকে বিদেশি ফুটবলারদের সংখ্যা কমাতে চলেছে আইএসএল কর্তৃপক্ষ।
এবার থেকে প্রত্যেকটি আইএসএল দল তাদের প্রথম একাদশে চারজন বিদেশি ফুটবলার খেলাতে পারবেন। এই চারজনের মধ্যে একজন বিদেশী এশিয়ান কোটার বিদেশী থাকা বাধ্যতামূলক। তবে আইএসএল দল গুলি ছয় জন করে বিদেশী ফুটবলার রেজিস্টার করাতে পারবে। এর ফলে প্রথম একাদশে ভারতীয় ফুটবলারদের সংখ্যা বাড়বে।
ইতিমধ্যেই এআইএফএফ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে নতুন মরশুমে আই লিগ ক্লাবগুলির প্রথম একাদশে চারজন বিদেশি রাখতে পারবে। আর সেই একই নিয়ম মেনে এবার একই বাধ্যকতা চালু হতে চলেছে আইএসএলেও অর্থাৎ এবার থেকে আইএসএল ক্লাবগুলিও তাদের প্রথম একাদশে 4 জন বিদেশী রাখতে পারবেন। যাতে প্রথম একাদশে আরো বেশি করে ভারতীয় ফুটবলার সুযোগ পান এবং ভারতীয় ফুটবলের উন্নতি হয়। উল্লেখ্য, এই বছর আইএসএল শুরু হতে পারে 22 শে নভেম্বর থেকে এবং সেটি চলবে মার্চ মাস পর্যন্ত। তবে সমস্ত ম্যাচই ফাঁকা স্টেডিয়ামে করানোর চিন্তাভাবনা চলছে।