বৃষ্টির পর আচমকাই বেরিয়ে এল বিশালাকার দুধসাদা সাপ! ভাইরাল ভিডিও দেখলে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: সাপ (Snake) হল এমনই একটি সরীসৃপ যেটির নাম শুনলেই ঘুম উড়ে যায় অধিকাংশজনের। পাশাপাশি, এই প্রাণীটি থেকে দূরত্ব বজায় রাখতেই পছন্দ করেন সকলে। তবে, এবার এমন একটি বিষয় সামনে এসেছে যেটি জানার পর রীতিমতো অবাক হয়ে যাবেন সবাই।

শুধু তাই নয়, এই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে। যেটি দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সবার। মূলত, ওই ভিডিওতে দেখা গিয়েছে এক দুধসাদা সাপ। কিছুদিন আগেই পুণেতে এইরকম সাপ দেখা গেলেও এবার হিমাচলপ্রদেশের চাম্বায় খোঁজ দেখা মিলল এই সাপের।

আর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এইরকম সাদা সাপের উপস্থিতি এলাকার মানুষজনের কাছে খুব একটা ভালো ব্যাপার হিসেবে বিবেচিত হচ্ছে না। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দুধসাদা রংয়ের এহেন সাপ অত্যন্ত বিরল। মূলত, জেনেটিক সমস্যার কারণে জন্ম থেকেই এহেন সাপের রং সাদা হয়ে যায়।

বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় অ্যালবিনিজিম। এমনকি, কোনো সাপ যদি হলুদ, সাদা বা লাল হয় সেক্ষেত্রেও এরকম জিনগত সমস্যা থাকলে সাপটি শেষপর্যন্ত হলুদ ও সাদা হয়ে যায়। পাশাপাশি, সাপটির চোখ লাল হয়ে যায়। এমনকি, সাপটির অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

উল্লেখ্য যে, ২০২০ সালের জুন মাসে কর্ণাটকের বান্তওয়ালে দেখা মিলেছিল এক সাদা পাইথনের। একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় বিশাল সাপটিকে। বনকর্মীরা শেষপর্যন্ত সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন। তবে, এহেন পাইথন বিরল না হলেও বিষাক্ত হয় না। যার ফলে কোনো ক্ষতি করেনি ওই সাপ।

তবে, সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে থাকা সাপটি প্রায় ৫ ফুট লম্বা ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি সাপটি পাথর ও ঘাসের জঙ্গলের মধ্যে শুকনো ডালপালার পাশ দিয়ে লুকনোর চেষ্টা করছিল।  এমতাবস্থায়, এলাকাবাসীরা দাবি করেছেন যে, ওই এলাকায় বৃষ্টির পরই বাইরে বেরিয়ে পড়েছিল ওই সাপটি।