উইঘুরে মুসলিমদের পর টার্গেট খ্রিস্টান ধর্মাবলম্বী, চীনে যিশু খ্রিস্টের ছবি সরিয়ে জিনপিংয়ের ছবি রাখার নির্দেশ

বাংলাহান্ট ডেস্কঃ মুসলিম তোষণ করে এবার চীন (China) সরকার দেশের খ্রিস্টানদের উপর অত্যাচার শুরু করেছে। প্রথমে করোনা ভাইরাস এবং এই মারণ ভাইরাসের প্রস্তুতকারকের দোষারোপ থেকে নিজেদের নাম মুছতে ভারতের (India) সাথে সীমান্ত বিবাদে জড়িয়ে পড়ে চীন। বর্তমানে চীন সরকার জিনপিং সমগ্র বিশ্বের থেকে কোণঠাসা হয়ে রয়েছে।

খ্রিস্টানদের উপর অত্যাচার
পাকিস্তান সরকারকে নিজের বন্ধু বলে মনে করলেও, চীন সরকার কিন্তু নিজের দেশের উইঘুরে মুসলিমদের উপর লাগাতার অত্যাচার চালিয়েই যাচ্ছে। তবে এবার তাঁর নজর পড়েছে চীনের খ্রিস্টান ধর্মাবলম্বীদের। চীন সরকার হুকুম জারী করেছেন, ঘরে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের ছবি রাখা যাবে না। সেই সঙ্গে রাখা যাবে না ক্রস চিহ্নও।

GettyImages 86609753mini 1

রাখতে হবে জিনপিং-এর ছবি
কমিউনিস্ট পার্টি স্থানীয় কমিটি খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের নির্দেশ দিয়েছে, যিশু খ্রিস্টের ছবি এবং ক্রস চিহ্ন সরিয়ে দিয়ে তাঁর পরিবর্তে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুং এবং বর্তমান রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ছবি রাখতে হবে। পাশাপাশি চীনের চার রাজ্যের শতাধিক গীর্জা থেকে ধর্মীয় প্রচার বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে।

ভাঙ্গা হয় চার্চের ক্রস চিহ্ন
সংবাদ সূত্রে জানা যায়, চীন সরকারের এরূপ নির্দেশের পরিপ্রেক্ষিতে চীনের জনগণ তা মানিতে নারাজ হয়। তারা প্রতিবাদ জানাতে গেলে উল্টে শিবান খ্রিস্ট চার্চের বাইরে একটি বিশাল ক্রস সরকারী কর্মকর্তারা ভেঙ্গে দেয়।


Smita Hari

সম্পর্কিত খবর