বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল স্টার জলসার নতুন ধারাবাহিকের (Serial) প্রথম প্রোমো। বহুদিন ধরেই এই সিরিয়াল নিয়ে নানান জল্পনা শোনা যাচ্ছিল। আর হবে নাই বা কেন! লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়াল (Serial) নিয়ে বরাবরই আলাদা উন্মাদনা দেখা গিয়েছে দর্শক মহলে। উপরন্তু এই মেগার হাত ধরেই লম্বা সময় পর ছোটপর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী।
প্রকাশ্যে এল সিরিয়ালের (Serial) প্রোমো
লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়াল (Serial) মানেই ভিন্ন ধারার গল্প। এই সিরিয়ালেও হল না ব্যতিক্রম। প্রকাশ্যে এল ‘চিরসখা’র প্রথম ঝলক। এই ধারাবাহিকেই (Serial) প্রথম বার জুটি বাঁধলেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়। প্রোমোতে দেখা গেল এক পাড়ার চায়ের ঠেক। সেখানে হঠাৎ করেই এক ব্যক্তি এসে ঘোষণা করে, ‘কাজল কাকিমা প্রেম করছে’।
কী উঠে আসবে সিরিয়ালের গল্পে: তবে তার কথা শুনে অন্যরা বলে ওঠে, ‘তাতে তো কী! তোর খায় না পরে!’ প্রোমোর শেষে দেখা মেলে অপরাজিতা এবং সুদীপের। মধ্যবয়স্ক দুজনের মানুষের সম্পর্কের কাহিনিই উঠে আসবে এই নতুন সিরিয়ালে (Serial)। প্রোমো দেখে মনে করা হচ্ছে, সম্ভবত সিরিয়ালের শুরুতে বিধবার বেশে দেখা যাবে অপরাজিতাকে।
আরো পড়ুন : ফুলকি-গীতা সবাই ফেল, আঞ্চলিকতায় ভর করেই TRP টপার ‘পারুল’, আপ্লুত ঈশানী
কারা কারা থাকছেন: সিরিয়ালে (Serial) থাকছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, চন্দন সেন, মালবিকা সেন, রেশমি সেন, সায়ক চক্রবর্তীর মতো অভিনেতা অভিনেত্রীরা। থাকছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রও।
আরো পড়ুন : জোড়া বিপদে মিয়া-বিবি, ইমরান খানকে চরম সাজা শোনাল পাকিস্তানের আদালত! বিপাকে বুশরা বিবিও
কোন স্লটে আসবে এই সিরিয়াল, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। উল্লেখ্য, ইতিমধ্যেই শেষ হচ্ছে হরগৌরী পাইস হোটেল। তবে মনে করা হচ্ছে, অন্য কোনো সিরিয়ালকে সাড়ে দশটার স্লটে পাঠিয়ে রাত আটটার স্লটে পরিণীতার বিপরীতে আনা হতে পারে চিরসখাকে। এ বিষয়ে ‘উড়ান’ এর নামও উঠে আসতে শুরু করেছে।