আবারও কাণ্ড! CID সেজে লক্ষাধিক টাকার প্রতারণা, TMC নেতাদের সঙ্গে ভুয়ো অফিসারের ছবি ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ দেবাঞ্জন কাণ্ড নিয়ে যখন বাংলার রাজনীতি তুলকালাম। তখন আরও এক ভুয়ো অফিসারের খোঁজ মিলল রাজ্যে। অভিযুক্ত মহিলা সিআইডি অফিসার সেজে বেকারদের চাকরি পাইয়ে দেওয়া নাম করে লক্ষাধিক টাকা হাতিয়েছে বলে জানা গিয়েছে। রাধারানি বিশ্বাস নামে ওই মহিলার বিরুদ্ধে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের হয়েছে। দেবাঞ্জনের জেরক্স কপিও বলা চলে ওই মহিলাকে। কারণ অভিযুক্ত মহিলা দেবাঞ্জন দেবের মতই নানান সামাজিক কাজে যুক্ত ছিলেন। আরেকটি বিষয় হল, তৃণমূলের অনেক নেতাদের সঙ্গেও ওই মহিলার ছবি রয়েছে।

330863 5

একদিকে দেবাঞ্জন কাণ্ডে যখন তৃণমূলকে চাপে ফেলার জন্য উঠেপড়ে লেগেছে বিজেপি, তখন রাধারানি বিশ্বাস কাণ্ডও তৃণমূলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণনগরের কাঠালপোতার ৫ নম্বরের বাসিন্দা রাধারানি বিশ্বাস। তিনি নিজেকে সিআইডি অফিসার বলে পরিচয় দিয়ে এসেছেন সবাইকে। এমনকি ওনাকে অনেক সময় পুলিশের পোশাক পরেও নাকি এলাকায় ঘুরতে দেখা গিয়েছে। এলাকার অনেক বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকাও নিয়েছেন তিনি, এমনটাই অভিযোগ।

এক অভিযোগকারী বলেন, রাধারানি বিশ্বাস নামের ওই মহিলা আমাদের পাড়াতেই থাকতেন। তিনি নিজেকে সিআইডি অসিফার বলে পরিচয় দিতেন। উনি আমাকে স্বাস্থ্য দফতরে কাজ পাইয়ের দেওয়ার প্রস্তাব দেন। আমি রাজি হলে উনি আমার থেকে ৫ লক্ষ টাকা চান। আমি ওনার দাবি মতো টাকা দিয়েও দিই। কিন্তু মেডিক্যাল টেস্টের পর চাকরির আর কোনও খবর নেই। ওনার কাছে টাকা চাইতে গেলে উনি সরাসরি অস্বীকার করে দেন। আমার মতো অনেককেই ওই মহিলা প্রতারিত করেছেন।

স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ চক্রবর্তী মহিলার বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা স্বীকার করেন। তিনি বলেন, ওই মহিলা এলাকায় পুলিশের উর্দি পরে ঘুরে বেরাতেন। নিজেকে সিআইডি অফিসার পরিচয় দিয়ে অনেকের কাছ থেকেই চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর