চড়ছে তাপমাত্রার পারদ! ফের কি পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা? কেমন থাকবে আজকের আবহাওয়া

বাংলা হান্ট ডেস্ক : তাপমাত্রার পারদ চল্লিশের গণ্ডি পার হতেই প্রাণ ওষ্ঠাগত, গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। তাপপ্রবাহের জেরে বহু মানুষের মৃত্যুও হচ্ছে। শুধুমাত্র উত্তর বা পূর্ব ভারত নয়, প্রায় গোটা দেশজুড়েই এবার তাপপ্রবাহের (Heatwave) দাপট দেখা গিয়েছে। পশ্চিমী ঝঞ্চার কারণে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতে বিগত কয়েক দিন স্বস্তি মিললেও, আবারও বাড়তে চলেছে গরমের দাপট। এরইমধ্যে তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৩%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৬%

কলকাতার আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিক ভাবে মেঘলা থাকার সম্ভাবনা। দুপুর কিংবা বিকেলের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫০ শতাংশ।

Untitled design 2022 08 22T085610.350

উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন দিন দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ৩০ এপ্রিল রবিবার ফের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বাল্কা বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : ২৮ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার নাগাদ সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আগামীকালের আবহাওয়া : আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপরে দু’দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।


Sudipto

সম্পর্কিত খবর