বাংলা হান্ট ডেস্ক: কেটে গিয়েছে দুর্যোগ। বেশ কিছুদিন তাণ্ডব চালানোর পর আপাতত শান্ত পরিস্থিতি। গত দুদিন রাজ্যের বেশির ভাগ জেলাতেই ঝলমলে আকাশ। আজ সকাল থেকেও আকাশ মোটামুটি পরিষ্কার। তবে আবহাওয়া অফিস (Weather Office) সূত্রে খবর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের একটি ঘূনাবর্ত তৈরি হতে চলেছে। যদিও ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হবে তা এখনও স্পষ্ট নয়।
আবহওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি তৈরি হবে। আজ সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ক্ষীণ উত্তর ২৪ পরগণা জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। আবহাওয়া অফিস সূত্রে খবর আজ বৃষ্টির সম্ভাবনা তেমন নেই রাজ্যের অধিকাংশ জেলায়।
উত্তর-দক্ষিণের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ ক্ষীণ বৃষ্টি হলেও হতে পারে। কলকাতা এবং শহরতলিতে আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। আজ সামান্য বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: এই প্রথম পুর নিয়োগ দুর্নীতিতে BJP বিধায়কের বাড়িতে CBI, অভিষেকের এলাকাতেও পৌঁছে গেল টিম
সোমবার উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস। কালিম্পঙের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ বিকেলের বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। আগামীকালও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই সেরম বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার ভারী হতে পারে শুধুমাত্র কালিম্পঙে।