ফের ৪০ ডিগ্রি ছুঁতে চলেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা! কবে থেকে শুরু গ্রীষ্মের দ্বিতীয় ইনিংস? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : ফের বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী দিন পাঁচেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। উত্তরবঙ্গের (North Bengal) পাঁচ জেলায় তুলনামূলক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৩%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৯%

কলকাতার আবহাওয়া : কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কোনও কোনও জায়গায় রাতের দিকে হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন কলকাতায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। ২৭ এপ্রিল বৃহস্পতিবার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

Untitled design 2022 08 30T084532.094

উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চার-পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে মৌসম ভবন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার- এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

আগামী ৩-৪ দিন মালদা ও দুই দিনাজপুরে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। উত্তরবঙ্গে ২৬ এপ্রিল বৃষ্টি কিছুটা কমে যাবে। ২৭ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন নেই, জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : গত কয়েকদিন মেঘলা আকাশ থাকার কারণে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। আগামী চার-পাঁচ দিনে বদলাবে অবস্থা। বৃষ্টিপাতের পরিমাণ কমবে। মঙ্গলবারের পরে বৃস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারের আবহাওয়া কার্যত শুকনোই থাকবে।

আগামীকালের আবহাওয়া : ফিরছে গ্রীষ্মের (Summer) দাবদাহ। তীব্র দাবদাহ থেকে দিনকয়েক যে স্বস্তি মিলেছিল, সেই দিন শেষ। আগামিকাল থেকেই ফের তাপমাত্রা (Temperature) বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ফের ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিনে বেলার তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। গত কয়েক দিন মেঘলা আকাশ ছিল। মাঝেমধ্যে কিছু জায়গায় ঝড়বৃষ্টি হয়েছে। টানা ২০ দিন অসহনীয় গরমের পর স্বস্তির বৃষ্টি জ্বালা জুড়িয়েছে রাজ্যবাসীর। আজ সারাদিন হালকা পশলা বৃষ্টিপাত থাকবে।

Sudipto

সম্পর্কিত খবর