এবার থেকে এই গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই কড়া শাস্তি! নির্দেশিকা জারি করল রাজ্য

বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষের অন্য প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও দিন দিন গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শহর ও শহরতলীর মানুষদের মধ্যে গাড়ি চড়ার প্রবণতা অনেক বেশি। কিন্তু এই বিপুল সংখ্যক গাড়ির উপর বর্তমানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। যাতে কোনভাবেই আইন লঙ্ঘন না হয় সেই দিকে নজর দিচ্ছে পুলিশ-প্রশাসন।

একটি বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের রাস্তায় যে পরিমাণ গাড়ি চলে তার বড়ো একটা অংশই আনফিট। সরকার এবার এই আনফিট গাড়ির (Unfit Vehicles) বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেছেন আইন অনুযায়ী এবার সরকার আনফিট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে (West Bengal) চলাচলকারী গাড়ির মধ্যে ৬৫ শতাংশ গাড়িরই ফিট সার্টিফিকেট নেই। এইসব গাড়ির মধ্যে রয়েছে পুল কার থেকে গণ পরিবহন, এমনকি ছোট গাড়িও। এবার এই সবধরনের গাড়ির উপরেই চালানো হবে বিশেষ নজরদারি। শুধু তাই নয়, রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে সেই বার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে।

এ বিষয়ে পরিবহন মন্ত্রী বলেছেন, টেকনিক্যাল এর পাশাপাশি গাড়ির উপর নজরদারির ক্ষেত্রে রাস্তায় নামতে হবে নন-ট্যাকনিক্যাল মোটর ভিহিক্যালস ইন্সপেক্টদেরও। তারা চেকিং করবেন গাড়ি। আনফিট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ও কাটা হবে চালান। দুর্ঘটনা কমানোর জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

kolkata traffic

অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে বিভিন্ন পুল কার যথেষ্ট ফিট না হওয়া সত্বেও রাস্তায় নামানো হয়। তবে তাদের সংগঠন ফিট সার্টিফিকেট না থাকার অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য একটি গাড়ির ফিট সার্টিফিকেট থাকলে তবেই রাস্তায় নামানো হয়। যদিও, রাস্তায় আনফিট গাড়ি কমে গেলে দুর্ঘটনা যে অনেকখানি কমবে তার বলাই বাহুল্য।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর