কাকে সুবিধা দেবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ? কামিন্স ও রোহিত দুজনেই পেলেন খারাপ খবর…

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষার অবসান। আজ আর কয়েক ঘণ্টা পরেই বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Indian Cricket Team) এবং প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ম্যাচ বরাবরই ক্রিকেটপ্রেমীদের বাড়তি উত্তেজনার যোগান দিয়ে থাকে। এই ম্যাচের ফলাফল কি হবে তার অনেকটাই নির্ভর করছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের (Narendra Modi Stadium) বিচার ওপর।

কি বুঝেছেন রোহিত?
রোহিত শর্মা ম্যাচের আগের দিন জানিয়েছেন যে টসের ঠিক আগে পিচ কি অবস্থায় থাকে সেটা দেখেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই মাঠেই তারা আগে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে চলতি টুর্নামেন্টে। কিন্তু সেই সময়ের থেকে বছরের এই সময় এসে তাপমাত্রা আহমেদাবাদে কিছুটা কম। পাকিস্তান ম্যাচের দিন পিচ আরও রুক্ষ এবং শুষ্ক বলে মনে হয়েছিল রোহিতের। তার মতে পিচে বল পড়ে কিছুটা থমকে আসবে ব্যাটারদের কাছে।

wc final photoshoot

কামিন্স কি বলছেন:
গতকাল পিচ দেখার পর অস্ট্রেলিয়ান অধিনায়ক জানিয়েছেন যে তিনি খুব ভালো পিচ বোদ্ধা না হলেও তার মনে হয়েছে এই উইকেটে রান তোলা সম্ভব। তার মতে বল মাটিতে পড়ে সঠিক ভাবে ব্যাটারদের কাছে আসবে। পিচের ছবি তুলে তাকে কাউকে এসএমএস করতেও দেখা গেছে। যদিও তিনি ঠিক কাকে সেই ছবি পাঠাচ্ছেন তা স্পষ্ট হয়নি। কিন্তু তার এই বিশ্লেষণকে সঠিক মানতে নারাজ অনেকেই।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হলেও রোহিতের মাথায় পাকিস্তান! শামিকে কোন বাড়তি দায়িত্ব দিলেন?

পিচ কিউরেটর কি বলছেন?
কামিন্সের দাবির সাথে একমত হচ্ছেন না এই টুর্নামেন্টে এই স্টেডিয়ামের পিচ প্রস্তুতের দায়িত্বে থাকা এক কিউরেটর ঘনিষ্ঠ কর্মী। আমি জানিয়েছেন যে তিনি যতটা ক্রিকেট বোঝেন তাতে তার মনে হয়েছে প্রথম ইনিংসে ৩১৫ রান উঠলেই তা বোলাররা ভালো বোলিং করে ডিফেন্ড করতে পারবেন। তবে এই পিচে রান পেতে গেলে ব্যাটারদের আগে সময় কাটাতে হবে জানিয়েছেন তিনি। সেট হয়ে গেলে পিচে বড় ইনিংস খেলা সম্ভব বলেই তার ধারণা। তবে টসে হেরে রান তাড়াকরতে হলে দলগুলি বিপাকে পড়বেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: সৌরভ, সচিনকে ছুঁলেন শামি! ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা

ভারতের সাম্প্রতিক জয়ের ধারা:
চলতি বিশ্বকাপে ভারতীয় দল প্রথম দিকের ম্যাচগুলি পরপর রান তাড়া করে জিতেছিল। কিন্তু শেষদিকে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা প্রথমে বড় টার্গেট সেট করে তারপর সেই রান ডিফেন্ড করেছে। হলে রোহিত শর্মারা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকছেন। তবে চলতি বিশ্বকাপে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া বেশ কয়েকবার বিপাকে পড়েছিল এমনটা দেখা গিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে কোনক্রমে জয় পেয়েছে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে। তাই রোহিত শর্মা হয়তো প্রথমে ব্যাটিং করে নেওয়ার সিদ্ধান্তই নেবেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর