বাস্তবে কেমন দেখতে হত রামায়ণের চরিত্রদের? সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল ভগবান শ্রীরাম-মা সীতার ছবি

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গিয়েছে যে কল্পনার আশ্রয় নিয়েই অনেক কিছু তৈরি করে ফেলা যায়। সাধারণ এডিটের জায়গা নিয়েছে AI জেনারেটেড ছবি (AI Generated Image) যা বাস্তবের অনেকটাই কাছাকাছি। এবার AI ভেবে ফেলল বাস্তবে যদি শ্রীরাম (Sri Ram), সীতা (Sita), রাবণরা (Raavan) থাকতেন তাহলে তাদের কেমন দেখতে হত।

রামায়ণ মহাকাব্য নিয়ে বলিউডে এমনিতেই তৈরি হচ্ছে ‘আদিপুরুষ’ ছবিটি। দক্ষিণী অভিনেতা প্রভাসকে সেখানে শ্রীরামের ভূমিকায় দেখা যাবে। এছাড়া মা সীতা এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন কৃতি সানন এবং সইফ আলি খান। কিন্তু ছবিতে পৌরাণিক চরিত্রগুলির লুক মনে ধরেনি অধিকাংশ দর্শকের।

sri ram

hanuman

শ্রীরামের চরিত্রে প্রভাসের কাস্টিং নিয়ে যেমন প্রশ্ন উঠেছিল, তেমনি লঙ্কেশ ওরফে রাবণের ভূমিকায় সইফের সাজপোশাক নিয়েও তীব্র বিতর্ক শুরু হয়েছিল। এমনকি অনেকে মন্তব্য করেছিলেন, রাবণ কম আর ঔরঙ্গজেব বেশি মনে হচ্ছে সইফকে। দ্বিতীয় ট্রেলারে নির্মাতারা এডিটের গুণমান বাড়ালেও একটা খুঁতখুঁত ভাব রয়েই গিয়েছে দর্শকদের একাংশের।

sita

raavan

AI এর তৈরি করা ছবিগুলি দেখে অবাক নেটিজেনরা। অনেকেই দাবি করেছেন, আদিপুরুষে দেখানো পৌরাণিক চরিত্রগুলির লুকের তুলনায় এই এডিট করা ছবিগুলি বরং বেশি ভাল মানিয়েছে। ভাইরাল ছবিগুলিতে রাম রূপী প্রভাস, সীতা রূপে কৃতিকে দেখা গিয়েছে। দশানন নিয়ে রয়েছেন সইফও। এছাড়াও রয়েছেন হনুমান। সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল AI এর ভাবনায় রামায়ণ।

ramayan

ramayan 1

আদিপুরুষ এর প্রসঙ্গে ফিরলে, আগামী ১৬ জুন মুক্তি পেতে চলেছে আদিপুরুষ। ছবির ফাইনাল ট্রেলারটি বেশ সাড়া ফেলেছে বক্স অফিসে। যে পর্যায়ে উন্মাদনা তৈরি হয়েছে, ছবি মুক্তি পাওয়ার পর উন্মাদনা কতটা বজায় থাকে সেটাই দেখার অপেক্ষা।


Niranjana Nag

সম্পর্কিত খবর