বাংলাহান্ট ডেস্কঃ পুলিশ কনস্টেবলের কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল হায়দরাবাদ (Hyderabad) পুলিশ AIMIM পার্টির কর্পোরেশন মুর্তজা আলীর (Murtaza Ali) বিরুদ্ধে। পাশাপাশি তার বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল, মুর্তজা আলীকে একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে, হায়দরাবাদের চাভনি নদী(Chavni River) আলি বেগের একটি মসজিদের কাছে দুই কনস্টেবলকে তাদের দায়িত্ব পালন করার সময় হুমকি ও বাধা দিচ্ছিল। হায়দরাবাদের মদন্নাপেট এলাকায় AIMIM কর্পোরেশন মোহাম্মদ মুর্তজা আলীকে দুই পুলিশ কনস্টেবলকে প্রকাশ্যে হুমকি দিতে দেখা গেছে। এই দুজন কনস্টেবলের দায়িত্ব গত সন্ধ্যায় ইফতারে নিযুক্ত ছিল।
https://twitter.com/sushilrTOI/status/1255874636639637506
প্রতিবেদন অনুসারে, মদন্নাপেটের এসএইচও সন্তোষ কুমার এই সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছিলেন যে দেশব্যাপী লকডাউনের কারণে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে পুলিশ কনস্টেবলরা মসজিদের ভিতরে থাকা ৫০ জনেরও বেশি লোককে ভিতরে যেতে অনুমতি দেয়নি। ওই সময় প্রায় ১০ জন ভিতরে ছিলেন বলে জানা গিয়েছে।