মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত, শারীরিক অবস্থার অবনতি ঐন্দ্রিলা শর্মার, প্রার্থনায় অনুরাগীরা

বাংলাহান্ট ডেস্ক: ১৪ দিন অতিবাহিত। হাসপাতালে সমানে লড়ছেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। পাশে থেকে সাহস যোগাচ্ছেন বন্ধু সব্যসাচী চৌধুরী এবং অভিনেত্রীর পরিবারের সদস্যরা। সব্যসাচী প্রথম দিন থেকেই হাসপাতালের করিডোরেই রয়ে গিয়েছেন। ঐন্দ্রিলার অবস্থার সামান্য উন্নতি হলেও অনুরাগীদের জন্য জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সোমবার তাঁর পোস্টে কিছুটা অন্য রকম সুর পেয়েছিলেন নেটিজেনরা।

ঐন্দ্রিলার জন্য সবাইকে মন থেকে প্রার্থনা করার কথা বলেছিলেন সব্যসাচী। বলেছিলেন, অমানুষিক লড়াই করছে মেয়েটা, একটা মিরাক্যল হোক। কিন্তু মঙ্গলবার অনুরাগীদের শঙ্কা বাড়িয়ে হাসপাতালের তরফে জানানো হল, ঐন্দ্রিলার স্বাস্থ্যের সামান্য অবনতি হয়েছে। ডাক্তারি পরিভাষায় তাঁর মস্তিষ্কে কিছু ব্লাড ক্লট পাওয়া গিয়েছে।

Aindrila sharma 1
গত ১ লা নভেম্বর আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। শরীরের বাম দিক অসাড় হয়ে যেতে থাকে। একাধিক বার বমি করেন তিনি। দ্রুত আন্দুলের এক হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় ঐন্দ্রিলার। আপাতত তিনি সি প্যাপ সাপোর্টে আছেন। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে যেদিকে অস্ত্রোপচার হয়েছে তার অন্যদিকটায় চাপ পড়ছে। এছাড়া মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অভিনেত্রীর শারীরিক অবস্থার সামান্য অবনতি হয়েছে।

সোশ‍্যাল মিডিয়ায় সব্যসাচী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, নিজের হাতে করে নিয়ে এসেছিলেন। নিজের হাতেই ফিরিয়ে নিয়ে যাবেন। এর অন‍্যথা হবে না। সেই সব‍্যসাচীর সাম্প্রতিকতম পোস্টেই কেমনতরো সুর। সকলকে মন থেকে প্রার্থনা করার আর্জি জানিয়েছেন সব‍্যসাচী। মিরাক‍্যলের জন‍্য প্রার্থনা করছেন তিনি।

সোমবার তিনি লেখেন, ‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাক‍্যলের জন‍্য প্রার্থনা করুন, অলৌকিক কিছুর জন‍্য প্রার্থনা করুন। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে অমানুষিক শক্তিতে লড়াই করছে ও।’

অনুরাগীরা সকলেই সাহস যোগাচ্ছেন সব্যসাচীকে। কেউ বলছেন, ভালবাসা ঠিক জিতে যাবে। ঐন্দ্রিলা সুস্থ হয়ে উঠবে। কেউ বলছেন, মা তারার কাছে প্রার্থনা করছেন তিনি। অভিনেত্রীর সু্স্থতা কামনা করছেন। সবার সম্মিলিত শুভ কামনায় ঐন্দ্রিলা ঠিকই সুস্থ হয়ে উঠবেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর