৭৮ এ পা অমিতাভের, নাতনির আরাধ‍্যার সঙ্গে বিগ বির মিষ্টি ছবি শেয়ার করলেন বৌমা ঐশ্বর্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গতকাল, রবিবার ছিল বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের (amitabh bachchan) জন্মদিন (birthday)। ১১ অক্টোবর ৭৮ এ পা দিলেন বিগ বি। সেই উপলক্ষে তাঁর বাংলো জলসাতে আয়োজিত হয়েছিল জন্মদিনের পার্টি। এবার সেই পার্টিরই কিছু ছবি প্রকাশ‍্যে আনলেন বৌমা ঐশ্বর্য রাই বচ্চন (aishwarya rai bachchan)।

করোনা পরিস্থিতিতে পার্টির জৌলুস কম হলেও বিগ বির জন্মদিনের শুভেচ্ছা বার্তায় কোনো কমতি ছিল না। গোটা বলিউড তো বটেই, সারা দেশের অসংখ‍্য অনুরাগী এদিন অমিতাভের দীর্ঘ জীবনের কামনা করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

নিজের ইনস্টা হ‍্যান্ডেলে অমিতাভের জন্মদিনের একটি ছবি শেয়ার করেন ঐশ্বর্য। ছবিতে বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা যাচ্ছে তাঁর আদরের নাতনি আরাধ‍্যা বচ্চনকেও। দাদুর গলা জড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছে আরাধ‍্যা।

https://www.instagram.com/p/CGNp7U1pcwa/?igshid=m0owpgcz864n

ছবির ক‍্যাপশনে মেয়ের হয়ে ঐশ্বর্য লিখেছেন, ‘দাদাজি তোমায় খুব ভালবাসি। শুভ জন্মদিন আমার আদরের দাদাজি।’ সেই সঙ্গে শ্বশুর মশাই ও মেয়ের সঙ্গে নিজের তোলা একটি সেলফিও শেয়ার করেছেন তিনি। এই ছবির ক‍্যাপশনে অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিনে দাদাজি-পা। অনেক ভালবাসা, ভাল স্বাস্থ‍্য, শান্তি ও সুখের প্রার্থনা করি। আপনার আশীর্বাদ যেন সবসময় পাই।’

https://www.instagram.com/p/CGNrOEwpzcv/?igshid=1q3zsd5qfmi6g

অপরদিকে অমিতাভের জন্মদিনের সকালে তাঁর একটি ছোটবেলার ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান ছেলে অভিষেক বচ্চন। প্রসঙ্গত, কিছুদিন আগেই ব্রহ্মাস্ত্রের শুটিং শেষ করেছেন বিগ বি। এছাড়া দক্ষিণী সুপারস্টার প্রভাস ও দীপিকা পাডুকোনের সঙ্গেও একটি ছবিতে দেখা যাবে তাঁকে। তাছাড়াও চেহরে ও ঝুন্ড ছবিতেও অভিনয় করছেন অমিতাভ বচ্চন।

সম্পর্কিত খবর

X