স্নানে গিয়েই ব্লকবাস্টার ছবিতে চুক্তিবদ্ধ, অজয়ের জীবনের এই কাহিনি জানেন?

সম্প্রতি মুক্তি পাচ্ছে অজয় দেবগনের (Ajay Devgn) ‘অরন মে কাহান দম থা’। এই ছবিটিকে নিয়ে আজকাল বেশ আলোচনা হচ্ছে। তবে এই প্রতিবেদনে বছর খানেক আগে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি জখমের কথা জানানো হবে। অজয় দেবগন (Ajay Devgn) এই ছবিটিকে স্নান করতে গিয়ে সাইন করেছিলেন। পরবর্তীতে, এই ছবিটি শুধুমাত্র সফলই প্রমাণিত হয়নি, অজয় দেবগন এই ছবিতে তাঁর চমৎকার কাজের জন্য পুরস্কারও পেয়েছেন।

যখনই অজয় দেবগনের সেরা ছবির কথা বলা হবে, তখনই জখম ছবির নাম সবার উপরে থাকবে। এই ছবিতে তাঁর দুর্দান্ত কাজের জন্য অজয় দেবগন নিজের প্রথম জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এই ছবিটি মহেশ ভাট পরিচালিত এবং এটিই ছিল তাঁর শেষ ছবি। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী চলচ্চিত্র নির্মাণ ছেড়ে দেন তিনি। সম্প্রতি অজয় দেবগন নিজেই এই ছবিটি সম্পর্কে একটি মজার তথ্য প্রকাশ করেছেন।

Ajay Devgn

সম্প্রতি মুক্তি পাচ্ছে অজয় দেবগনের (Ajay Devgn) ‘অরন মে কাহান দম থা’

স্নান করতে করতেই এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে, অজয় দেবগন একটি কথোপকথনের সময় বলেছিলেন যে মহেশ ভাটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর দারুন। তিনি বলেন, ‘আমি তখন হায়দ্রাবাদে শুটিং করছিলাম। ঠিক তখনই আমার রুমের ল্যান্ডলাইনে রিং বেজে উঠল।তখন মোবাইল ফোন ছিল না। শাওয়ারের কাছে একটা রিসিভার ছিল তাই দিয়েই ফোনটা তুলে নিলাম।’

তিনি আরও বলেন, ‘ফোন তোলার পর ওপাশ থেকে একটা আওয়াজ এল যে মহেশ ভাট কথা বলবেন। অভিনেতা বলেন, এরপর আমি বললাম, ভট্ট সাহেব, আমি স্নান করছি। উনি বললেন সব ছেড়ে আমার কথা শোন। আমি জীবনের শেষ ছবি পরিচালনা করছি। অজয় বলেছিলেন যে, তিনি গল্পটি বর্ণনা করা শুরু করার পরে, আমি ভট্ট স্যারকে বললাম, আমি এখন স্নান করছি এবং হ্যাঁ আমি এই ছবিটি করব।’ এভাবেই এই ছবিটি হয়ে ওঠে অজয়ের জীবনের ব্লকবাস্টার ছবি।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর