বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের টপ ফোরের দৌড়ে সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে আরসিবি। কাল আরসিবির জয়ের দিনে দূটি বিষয় ছিল ধ্রুবক। প্রথমত, ওপেন করতে নেমে কাল আবারও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। এর আগে আইপিএলে ১৪ বছরে ৩ বার গোল্ডেন ডাক-এ আউট হয়েছেন। ১৫ তম মরশুমের কালকের ম্যাচের পর সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৬। অপরদিকে আইপিএল ২০২২-এ নিজের দুরন্ত ফর্ম অব্যাহত রেখেছেন দীনেশ কার্তিক। কালকের ম্যাচে আবারও তাকে মারমূখী মেজাজে ব্যাটিং করে নট-আউট থাকতে দেখা গিয়েছে।
এবার দুজনের এই দুরকম ফর্ম নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা অজয় জাদেজা। তিনি বলেছেন, “কোহলি ও কার্তিকের মধ্যে তুলনা চলে না, দুজনের ব্যাটিং অর্ডারে জায়গা এক নয়। কিন্তু আমরা এটা দেখতে পারি যে আত্মবিশ্বাস একজন ক্রিকেটারের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে। এই মুহূর্তে কার্তিকের আত্মবিশ্বাস তুঙ্গে। সাহসী পারফরম্যান্সের কারণে টুকটাক ভাগ্যের সাহায্য পাচ্ছেন তিনি এবং নিজের দুরন্ত ফর্ম অব্যাহত রেখেছেন। অপরদিকে কোহলিকে দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা আত্মবিশ্বাসের অভাবে ভূগছেন।”
জাদেজা আরও যোগ করেছেন, “কেউই হয়তো ভাবেনি কেরিয়ারের শেষপর্বে এসে এতটা অবিশ্বাস্য ফর্ম দেখাবেন কার্তিক। তিনি এখন তরুণ ক্রিকেটারদের কাছে একজন উদাহরণ যে চেষ্টা করলে বয়সটা কোনও সমস্যা নয়। আবার কেউ হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি যে কোহলি এতটা খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাবেন। দেখার এটাই যে তিনি কতদিনে স্বাভাবিক ছন্দে ফেরেন।
চলতি মরশুমে বিরাট কোহলি আরসিবির হয়ে ৩ নম্বরে এবং ওপেনার হিসাবে ব্যাট করেছেন। মাত্র ১১১.৩৪ স্ট্রাইক রেটে তিনি ২১৬ রান করেছেন। এটি তার কেরিয়ারের সবচেয়ে খারাপ আইপিএল। উল্টোদিকে দীনেশ কার্তিক লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে ১১ ম্যাচ খেলে ২৭৪ রান করেছেন। তিনি ২০০-র ওপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। স্বপ্নের ফর্মে আছেন তিনি।