CAA-NPR এর সমর্থন করে বড় বয়ান দিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী তথা NCP নেতা অজিত পাওয়ার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar) বলেন, নাগরিকতা সংশোধন আইন (CAA) আর এনপিআর (NPR ) এর কারণে কারোর নাগরিকতা কেড়ে নেওয়া হবেনা। অজিত পাওয়ার বলেন, কিছু মানুষ স্বার্থের জন্য সিএএ আর এনপিআর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

উপ মুখ্যমন্ত্রী বলেন, সিএএ আর এনআরসি এর কারণে কারোর নাগরিকতা কেড়ে নেওয়া হবেনা। আর মহারাষ্ট্রে সেই কারণে এই বিলের বিরুদ্ধে কোন আইন পাশ করানোর কোন প্রয়োজন নেই। দলের একটি বৈঠকে এই কথা বলেন অজিত পাওয়ার।

আপনাদের জানিয়ে দিই, কিছুদিন আগে দিল্লীতে গেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। সেখানে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন। এরপর তিনি বলে, নাগরিকতা আইনের কারণে কারোর ভয় পাওয়ার কোন দরকার নেই। উনি বলেন, সিএএ নিয়ে অযথা মুসলিমদের ভয় দেখানো হচ্ছে।

উদ্ভব ঠাকরে বলেন, এনআরসি অসম ছাড়া দেশের আর কোন রাজ্যে লাগু হচ্ছে না। শিবসেনা প্রধান এও ইঙ্গিত দেন যে, মহারাষ্ট্রে এনপিআর প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে ওনার সরকার।

সম্পর্কিত খবর

X