বড়পর্দায় দর্শকদের মন জয় করতে ব‍্যর্থ, নতুন আশা নিয়ে OTT তে আসছে ‘থালা’ অজিতের ‘ভালিমাই’

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবিগুলির মধ‍্যে বিশেষ ভাবে উল্লেখ‍্য ‘ভালিমাই’ (Valimai)। তামিল সুপারস্টার ‘থালা’ অজিত কুমারের (Ajith Kumar) ছবিটি মুক্তির পর পরই বক্স অফিসে কামাল দেখিয়েছিল। মাত্র দু সপ্তাহেই ২০০ কোটি ছাড়িয়ে গিয়েছিল এই ছবি। যদিও যতটা আশা ছিল তা পূরণ করতে ব‍্যর্থ হয়েছিল ছবিটি। বড়পর্দার পর এবার ডিজিটাল জগতে আসতে চলেছে ভালিমাই।

জনপ্রিয় OTT প্ল‍্যাটফর্ম জি ফাইভে আসতে চলেছে অজিতের সাম্প্রতিক এই ছবি। গত ২৪ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছিল ভালিমাই। আর OTT তে ছবিটি আসবে ঠিক তার এক মাস এক দিন পর, অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি। ডিজিটালে তামিল ছাড়াও হিন্দি, তেলুগু এবং কন্নড় সংষ্করণেও দেখা যাবে ছবিটি।

valimai 16456971353x2 1
এছাড়াও ডিজিটাল প্ল‍্যাটফর্মের জন‍্য একটি আলাদা ট্রেলারও প্রকাশ‍্যে এসেছে ইউটিউবে। পুলিস অফিসার অর্জুন কুমারের চরিত্রে অভিনয় করেছেন থালা অজিত। চুরি ও খুনের অভিযোগে অভিযুক্ত বাইক আরোহীদের একটি দলকে ধরার দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। সুপারহিট হয়েছিল ভালিমাই।

থালা অজিতের ‘ভালিমাই’ মুক্তির পর প্রথম সপ্তাহেই অবিশ্বাস‍্য ব‍্যবসা করেছিল। মুক্তির দিনে প্রায় ৬০ কোটি, দ্বিতীয় দিনে ৩৬ কোটি, তৃতীয় ও চতুর্থ দিনে যথাক্রমে ২৮ ও ৩৬ কোটি টাকার ব‍্যবসা করে এই ছবি। মুক্তির প্রথম দিনে শুধু তামিলনাড়ুতেই ৩৪ কোটি টাকার ব‍্যবসা করে ভালিমাই। গোটা বিশ্বে চার দিনে ১৫৯.৭৫ কোটি টাকার ব‍্যবসা করেছিল ‘ভালিমাই’। দু সপ্তাহে ছাড়ায় ২০০ কোটির গণ্ডি।

উল্লেখ‍্য, ‘ভালিমাই’ যথেষ্ট বড় বাজেটের ছবি। সূত্রের খবর মানলে ১৫০ কোটি টাকা লেগেছে ছবিটি বানাতে। ছবি পরিচালনা করেছেন বিনোদ, প্রযোজনার দায়িত্বে ছিলেন বনি কাপুর। সুপারস্টার অজিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশিও। তবে হিন্দি দর্শকরা খুব একটা পছন্দ করেননি ভালিমাইকে। হিন্দি সংষ্করণে মাত্র ১-২ কোটি টাকা উঠেছিল বক্স অফিসে।


Niranjana Nag

সম্পর্কিত খবর