কবে থেকে বৃষ্টি রাজ্যে ? জানালো আলিপুর আবহাওয়া দপ্তরঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক :  গরম বাড়তে চলেছে শহরে। এদিন দেওয়া পুর্বাভাসে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই কোথাও। শুকনোই থাকবে বঙ্গের আবহাওয়া। তাপমাত্রায় বিরাট কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও বাড়বে শহরের উষ্ণতা। যেমন থাকবে আজকের  আবহাওয়া, জেনে নিন

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :৩৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৫%
বাতাস :  ৭.৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৮%

আজকের আবহাওয়া
শনিবার পরিষ্কার থাকবে গোটা রাজ্যের সবকটি  জেলার আকাশই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১° সেলসিয়াস। যে সমস্ত জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২০° সেলসিয়াসের নীচে রয়েছে সেখানে ভোরের দিকে সামান্য শীত অন্যভব হতে পারে। তবে তা কখনওই মারাত্মক কিছু হবে না।  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫%। আপেক্ষিক আর্দ্রতার কারণে বাড়তে পারে অস্বস্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরমের অনুভূতিও।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
শনিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা, সোমবার অর্থাৎ  ১৪ মার্চ সকালের মধ্যে শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই। আগামী ৫ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না হিমালয় এবং তার পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে। বৃহস্পতিবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩° সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫° সেলসিয়াস।

অন্যদিকে, মঙ্গলবার সকালের মধ্যে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। আগামী ২ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে খুব একটা পরিবর্তন হবে না উষ্ণতার। কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। তবে কিছু কিছু জায়গায়  সকালের দিকে হালকা ঠান্ডার আভাস থাকলেও দাবদাহ চলবে সারাদিন জুড়েই। দিনের তাপমাত্রা বাড়লেও বাড়তে পারে অতি সামান্যই। তবে আগামী সপ্তাহেই ৩৭° সেলসিয়াস পেরোতে পারে শহরের উষ্ণতা এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আপাতত কোনও সতর্কতা নেই রাজ্যে।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস।  অংশত মেঘলা থাকতে পারে কিছু এলাকার আকাশ। আপেক্ষিক আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তি। বিকেলের পর ৬.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর