বাংলাহান্ট ডেস্ক : ঝাড়খণ্ড থেকে উত্তরবঙ্গ অবধি তৈরি হওয়া ঘূর্ণাবর্তের অক্ষের কারণেও বিগত কয়েকদিন ধরে হালকা বৃষ্টি চলছে রাজ্যে। আজও উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। বেশ কিছুটা কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭°সেলসিয়াস
আর্দ্রতা : ৯৩%
বাতাস : ২২.৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯৮%
আজকের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, শনিবার অবধি বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে বাংলার প্রায় সবকটি জেলা। একই সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। তাপমাত্রার সেরকম পরিবর্তন না হলেও বহু কাঙ্ক্ষিত এই বৃষ্টি যে স্বস্তি দেবে তা বলাই বাহুল্য। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৪° সেলসিয়াস এবং ২৭° সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া বুলেটিন অনুয়ায়ী, ২৩ তারিখ শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টি চলবে রবিবার সকাল পর্যন্ত। একই সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। যদিও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না উত্তরবঙ্গে। তবে আগামী ২-৩ দিনে দিনের তাপমাত্রা কমতে পারে ২-৩° অবধি। এরই মধ্যে উত্তরবঙ্গের একাধিক জায়গা মাঝারি থেকে হালকা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ২২ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি হতে পারে। একই সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে তা৷ বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতাতেও। সব মিলিয়ে আগামী কয়েক দিন কমতে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তীব্র দাবদাহের মধ্যেও মিলবে স্বপ্সতির আভাস।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশেপাশের কয়েকটি জায়গায়। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। দক্ষিনবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হতে পারে বৃষ্টি। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৬° এবং ২৬° সেলসিয়াস।