অব্যাহত শীত-বৃষ্টির লুকোচুরি, বৃষ্টি নিয়ে নতুন আপডেট দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক : আবারও শীতের ছোঁয়া রাজ্যে৷ গত একসপ্তাহ ধরে বাংলার সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি প্রায় ৫° সেলসিয়াস বাড়লেও শেষ মাঘে আবারও রাজ্যে ফিরছে শীত। আগামী ৩দিন প্রায় ৩-৫° সেলসিয়াস কমবে রাজ্যের পারদ।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৭%
বাতাস :  ১৪.৮ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯০%

আজকের আবহাওয়া
রাজ্যে গতকাল থেকেই আবারও কমেছে তাপমাত্রা। তাপমাত্রা কমলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও চলবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪° সেলসিয়াস এবং ১৩° সেলসিয়াস। মেঘাচ্ছন্ন থাকবে আকাশ।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আজ বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার,  আলিপুরদুয়ার এই জেলাগুলিতে। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুকনোই থাকবে আবহাওয়া। আগামী ২ দিন  আবারও নামবে রাতের তাপমাত্রার পারদ। তাপমাত্রা কমতে পারে প্রায় ৩-৫° সেলসিয়াস অবধিও। একই সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা থাকবে হিমালয় সংলগ্ন জেলাগুলি।

গতকাল বিক্ষিপ্ত হালকা বৃষ্টিতে ভিজেছে উত্তর  ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এর মতন জেলাগুলি। বাকি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও  বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হয়েছে কোথাও কোথাও৷ তবে আজ  ১২ ফেব্রুয়ারিসকালের পর থেকে শুকনো থাকবে দক্ষিণের আবহাওয়া। আজ থেকে কমতে চলেছে পারদ। প্রায় ৩°-৫° কমতে চলেছে রাতের তাপমাত্রা। আজ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫° সেলসিয়াস। মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সারাদিন কুয়াশায় ঢাকা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর